Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সম্প্রতি বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং কেন্দ্রীয় সরকারি হাসপাতালে কর্মস্থানের সুযোগ দেওয়া হবে।
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই চাকরি সম্পর্কিত বিস্তারিত বিবরণ যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | BECIL |
পদের নাম | বিভিন্ন পদ |
শূন্যপদ | ৫৪ টি |
মাসিক বেতন | ₹১৮,৯৯৩/- থেকে ₹৪০,৭১০/- |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১২/০২/২০২৫ |
অফিশিয়াল পোর্টাল | www.becil.com |
পদ এবং শূন্যপদের বিবরণ
BECIL সংস্থার তরফ থেকে মোট ৯ ধরনের পদে কর্মী নিয়োগ হচ্ছে। নিচে প্রত্যেকটি পদ এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শূন্যপদের বিবরণ দেওয়া হল-
পদের নাম | শূন্যপদ |
MRT (Medical Record Technician) | ৪ টি |
Food Bearer | ১৬ টি |
Technologist (OT) | ৫ টি |
Medical Lab Technologist (MLT) | ১০ টি |
Assistant Dietician | ১০ টি |
PCC (Patient Care Coordinator) | ১ টি |
PCM (Patient Care Manager) | ৪ টি |
Lab Attendant | ১ টি |
Dental Technician | ৩ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সেগুলি আলোচনা করা হল-
MRT (Medical Record Technician)- এই পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এর পাশাপাশি সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের মেডিকেল রেকর্ড টেকনোলজি কোর্স করতে হবে।
Food Bearer- এই পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি ক্যাটারিং, ফুড সার্ভিস, হাসপাতাল বা হোটেলে কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
Technologist (OT)- এই পদে আবেদন করার জন্য Anesthesia & Operation Theatre Technologist অথবা OT Technology নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে।
Medical Lab Technologist (MLT)- এই পদে আবেদন করার জন্য কেমিস্ট্রি/ বায়োলজি বা বায়োটেকনোলজি সহ বিএসসি ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়া দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
Assistant Dietician- এই পদে আবেদন করার জন্য ফুড এন্ড নিউট্রিশন নিয়ে MSc ডিগ্রী অর্জন করতে হবে। পাশাপাশি দুই বছরের কাজের অভিজ্ঞতা দরকার।
PCC (Patient Care Coordinator)- এই পদে আবেদন করার জন্য লাইফ সাইন্সে ব্যাচেলর ডিগ্রী অর্জন করতে হবে। পাশাপাশি হাসপাতালের কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
PCM (Patient Care Manager)- এই পদে আবেদন করার জন্য লাইফ সাইন্সে ব্যাচেলার ও হাসপাতাল ব্যবস্থাপনায় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী অর্জন করতে হবে। এর সাথে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
PCM (Patient Care Manager)- এই পদে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। পাশাপাশি দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
Dental Technician- এই পদে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ও DCI স্বীকৃত ২ বছরের ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়া দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়স সীমা
এখানে ১৮ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়স ছাড় পাবে।
বেতন কাঠামো
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
পদের নাম | মাসিক বেতন |
MRT (Medical Record Technician) | ₹২০,৯০৩/- |
Food Bearer | ₹১৮,৯৯৩/- |
Technologist (OT) | ₹৩৩,৫৮০/- |
Medical Lab Technologist (MLT) | ₹৪০,৭১০/- |
Assistant Dietician | ₹২৬,০০০/- |
PCC (Patient Care Coordinator) | ₹২৬,৭২৮/- |
PCM (Patient Care Manager) | ₹৩০,০০০/- |
Lab Attendant | ₹২৪,৬৪৮/- |
Dental Technician | ₹২১,৯৭০/- |
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে স্ক্রিনিং টেস্ট দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
- সর্বপ্রথম আমাদের প্রতিবেদনের নিচে ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করুন।
- এরপর সেটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করুন।
- এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করুন।
- এরপর নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P.)
প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদনপত্রের সঙ্গে যে ডকুমেন্টগুলো জমা দিতে হবে সেগুলি হল-
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- অভিজ্ঞতা সার্টিফিকেট,
- বয়সের প্রমাণপত্র,
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর।
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- ৩০ জানুয়ারি, ২০২৫
আবেদনের শেষ তারিখ- ১২ ফেব্রুয়ারি, ২০২৫
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা