রোজ লটারি কাটেন? এ বারের বাজেটে আপনার জন্যও রয়েছে সুখবর, রইলো বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সংসদে দাঁড়িয়ে বাজেটে বক্তৃতার সময় সমস্ত ঘোষণা পড়ে শোনানো সম্ভব হয় না কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পক্ষে। কিন্তু বাজেটের মূল নথিতে অনেক খুঁটিনাটি পরিবর্তনের বিষয়গুলি উল্লেখ করা থাকে। এ বছর আয়করের ক্ষেত্রে যেমন বড়মাপের সুবিধা মিলেছে, তেমনই টিডিএস-এর ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছে। এর জেরে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজ়িটে বিনিয়োগকারীরা যেমন উপকৃত হচ্ছেন, তেমনই যাঁরা লটারি কাটেন, ঘোড়াদৌড়ে টাকা ঢালেন, তাঁদের জন্যও সুখবর রয়েছে। সৌজন্যে ট্যাক্স ডিডাকশন রুলে পরিবর্তন। লটারি, ঘোড়াদৌড় থেকে পাওয়া টাকা থেকে টিডিএস কেটে নেওয়ার নিয়ম আরও সহজ হবে আগামী অর্থবর্ষ থেকে।

এত দিন লটারি থেকে বছরে আপনি যত টাকা পাচ্ছেন, সেগুলি যোগ করে যে অঙ্ক হতো তার উপর টিডিএস দিতে হতো। সেই অঙ্ক ১০ হাজার টাকার বেশি হলে তবেই টিডিএস কাটত। কিন্তু পরের অর্থবর্ষ থেকে মোট টাকার উপর টিডিএস নির্ধারিত হবে না। বরং প্রতিটি ক্ষেত্রে যে অঙ্কের টাকা জিতছেন তার উপর টিডিএস ধার্য হবে। অর্থাৎ ১০ হাজার বেশি একলপ্তে জিতলে তবেই টিডিএস কাটবে। একটা উদাহরণ দিলে বিষয়টি সহজেই বোঝা যাবে।

উদাহরণ ১: ধরুন আপনি তিনটি লটারি জিতেছেন এই অর্থবর্ষে। সেগুলির মূল্য যথাক্রমে ৮ হাজার, ৭ হাজার ও ৯ হাজার। পুরনো নিয়ম অনুযায়ী, ৭+৮+৯=২৪ হাজার টাকার উপর টিডিএস ধার্য করা হবে। কিন্তু নতুন নিয়মে এই বিশেষ ক্ষেত্রে আপনার থেকে টিডিএস কাটবে না। কারণ তিনটি অঙ্কই ১০ হাজারের কম। অর্থাৎ বড় অঙ্কের টাকা বাঁচবে নতুন নিময়ে।

উদাহরণ ২: ধরুন আপনি ৮ হাজার, ১১ হাজার এবং ১৫ হাজার টাকার লটারি জিতেছেন। পুরনো নিয়ম অনুযায়ী, ৮+১১+১৫= ৩৪ হাজার টাকার উপর টিডিএস দিতে হবে। কিন্তু নতুন নিয়ম যে সময় থেকে লাগু হবে, তখন ১১ হাজার এবং ১৫ হাজার টাকার উপর টিডিএস দিলেই হবে। অর্থাৎ আপনি ৩৪ হাজার টাকা জিতলেও আপনার টিডিএস কাটা হবে ২৬ হাজার টাকার উপর। যে লটারিতে আপনি ৮ হাজার জিতেছেন, তার জন্য টিডিএস লাগবে না। কিন্তু নতুন নিয়মে এই ছাড় মিলবে। ফলে বেশ কিছু টাকা কর দেওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব হবে।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন