ব়্যাম্পে হাঁটার সময় কান্নায় ভেঙে পড়লেন অনিল কাপুরের মেয়ে সোনম, কেন?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রকাশ্য মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন বলিউডের অভিনেত্রী সোনম কাপুর ৷ তাও আবার ব়্যাম্পে হাঁটার সময় ৷ শনিবার গুরুগ্রামের লে মেরিডিয়ানে ঘটে এই ঘটনা ৷

প্রয়াত ফ্যাশন ডিজাইনার রোহিত বলের প্রতি শ্রদ্ধা নিবেদনের আসর বসে গুরুগ্রামে ৷ ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর 2025 অনুষ্ঠানটি কিংবদন্তি ডিজাইনারের স্মরণে অনুষ্ঠিত হয় ৷ উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে 63 বছর বয়সে প্রয়াত হন এই প্রখ্যাত ডিজাইনার ৷ তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁরই কালেকশন নিয়ে র‍্যাম্পে হাঁটেন সোনম কাপুর ।

ETV BHARAT

রোহিত বলের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে কেঁদে ফেললেন সোনম (চিত্র: এএনআই)

রোহিত বলের তৈরি একটি দুর্দান্ত আইভরি পোশাক পরে র‍্যাম্পে নামেন তিনি । মাথায় সাজানো লাল গোলাপের সারি ৷ ফ্যাশন ব়্যাম্পে বরাবরের মতোই মোহময়ী দেখাচ্ছিল সোনমকে ৷ তবে প্রয়াত ডিজাইনারের পোশাক পরে তাঁকে স্মরণ করার সময় অভিনেত্রীর চোখের জল বাঁধ মানেনি ৷ হাত জোড় করে গুড্ডা নামে পরিচিত মানুষটির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সোনম ।

আরও পড়ুন:– BECIL-এ ৯ ধরনের পদে লোক নেওয়া হচ্ছে, শুরুতেই বেতন ১৮,৯৯৩ টাকা, এখনই আবেদন করুন
ETV BHARAT

ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর 2025-এ সোনম (চিত্র: এএনআই)

 

ঐতিহ্যবাহী ভারতীয় কারুশিল্পের সঙ্গে সমসাময়িক নকশাকে মিশিয়ে অনবদ্য ডিজাইনের দক্ষতার জন্য সুপরিচিত ছিলেন রোহিত বল ৷ তিনি শুধু একজন ডিজাইনারই ছিলেন না, ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেকেরই পরামর্শদাতা এবং বন্ধুও ছিলেন, যাঁদের মধ্যে অন্যতম সোনম কাপুর । তাঁর আবেগ তাড়িত হয়ে ব়্যাম্প ওয়াক দেখেই বোঝা যায় বন্ধু ডিজাইনারের মৃত্যু তাঁর উপর কতটা গভীর প্রভাব ফেলেছে ৷ রোহিতের সঙ্গে অনেক কাজ করেছেন সোনম, ব্যক্তিগতভাবেও তাঁর খুব কাছের মানুষ ছিলেন তিনি ৷

একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে সোনম বলেন, “গুড্ডার জন্য এখানে আসতে পেরে আমি খুব খুশি । অনেকবার তাঁর পোশাক পরার এবং তাঁর জন্য হাঁটার সৌভাগ্য হয়েছে । সম্ভবত তাঁর শেষ শো করতে পেরে আমি অসাধারণ অনুভব করছি ৷” অভিনেত্রী আরও বলেন, “তিনি ভারতীয় নান্দনিকতাকে এত সুন্দরভাবে আলিঙ্গন করেছিলেন যে তা একে চিরন্তন করে তোলে ।”

রোহিত বলের অবদান তুলে ধরতে চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর, ফ্যাশন ডিজাইনার জেজে ভালায়া এবং অভিনেতা ঈশা গুপ্তা, রাহুল দেব ও মুগ্ধা গডসে-সহ বিভিন্ন ক্ষেত্রের 63 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্বের আয়োজন করা হয়েছিল ।

আরও পড়ুন:– কী ভাবে ব্যবহার করবেন ভারতীয় রেলের ‘বুক নাউ পে লেটার’ সুবিধা? জানুন এক ক্লিকেই

আরও পড়ুন:– ‘গুলির আঘাতে ব্যান্ডেড’, কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ বিরোধী দলনেতা রাহুলের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন