কেন্দ্রীয় বাজেটের পর ধসে গেল রেলের একাধিক স্টক, কেন এমন ঘটল?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নির্মলা সীতারামনের বাজেট পেশের পর এগ্রিকালচার, অটো, এফএমসিজি, কনজ়িউমার ডিউরেবলস, ট্যুরিজ়ম সেক্টরের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার স্টকের দাম বেড়েছে। বাজেটের পর ভারতীয় রেলের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার স্টকের কী অবস্থা হলো? সে নিয়ে উৎসাহ রয়েছে লগ্নিকারীদের একাংশের মধ্যে।

এ বারের বাজেটে পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ তেমন বাড়াননি নির্মলা সীতারামন। এই ক্ষেত্রে ক্যাপিটাল এক্সপেনডিচার কম হওয়ায় রেলের স্টকগুলিতে আগ্রহ কমেছে লগ্নিকারীদের। বাজেটের আগে মনে করা হয়েছিল, এই পরিকাঠামো সেক্টরে বরাদ্দ বাড়বে। সে জন্য বাজেটের দিন কয়েক আগে থেকে রেলের সঙ্গে জড়িত বেশ কয়েকটি স্টকের দাম বেড়েছিল। কিন্তু বাজেট ঘোষণার পর মুখ থুবড়ে পড়েছে সেই সমস্ত স্টক। প্রায় ৯ শতাংশ পর্যন্ত দাম কমেছে রেলের স্টকগুলির।

আরও পড়ুন:– BECIL-এ ৯ ধরনের পদে লোক নেওয়া হচ্ছে, শুরুতেই বেতন ১৮,৯৯৩ টাকা, এখনই আবেদন করুন

রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর স্টকের দাম বাজেটের আগে ১০ শতাংশের বেশি বেড়েছিল। কিন্তু শনিবার এই সংস্থার শেয়ার দর ৯ শতাংশ কমেছে। রেলের অন্য স্টকগুলিরও একই অবস্থা। ইরকনের শেয়ার দর বাজেটের দিন কমেছে ৯.৩ শতাংশ। রেলটেলের শেয়ার দর কমেছে ৭ শতাংশ, আইআরএফসি এবং টিটাগড় রেলের শেয়ার ৬.৪ শতাংশ কমেছে। আইআরসিটিসি-র শেয়ার দরও ৪ শতাংশের কাছাকাছি কমেছে।

রেলের স্টকে এই ধসের প্রসঙ্গে শেয়ার বাজার বিশেষজ্ঞ অপূর্ব শেঠ বলেছেন, ‘রাজনৈতিক বাধ্যবাধকতা পরিকাঠামোয় বিনিয়োগ এবং ক্যাপেক্সে প্রভাব ফেলেছে। রেল, ডিফেন্স, পরিকাঠামো, ইঞ্জিনিয়ারিংয়ের স্টকগুলি এর জেরে জোর ধাক্কা খেয়েছে। কিন্তু এফএমসিজি, অটো, কনজ়িউমার ডিউরাবেলস সেক্টর চাঙ্গা হয়েছে।’

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– কী ভাবে ব্যবহার করবেন ভারতীয় রেলের ‘বুক নাউ পে লেটার’ সুবিধা? জানুন এক ক্লিকেই

আরও পড়ুন:– ‘গুলির আঘাতে ব্যান্ডেড’, কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ বিরোধী দলনেতা রাহুলের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন