নকলও দেখতে আসলের মতোই, ফেক ওয়েবসাইট কী করে চিনবেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অনেক সময় আমরা প্রায় আসলের মতো দেখতে ব্যাঙ্কের ফেক ওয়েবসাইটে ঢুকে জরুরী তথ্য দিয়ে ফেলি অজান্তেই। এর মাধ্যমেই প্রতারকদের ফাঁদা পাতে পা দিয়ে ফেলেন সাধারণ মানুষ। ফেক ওয়েবসাইটের জালে ফেলে সাইবার অপরাধ দিনে দিনে বাড়ছে। তাই এর থেকে সাবধান থাকতেই হবে। কিন্তু আসল ওয়েবসাইটের মতো দেখতে নকল ওয়েবসাইট চিনবেন কী করে?

আচমকা কোনও ব্যাঙ্কের ওয়েবসাইটে ঢুকে কোনও জরুরি কাজ করার প্রয়োজন হলে গুগলে সার্চ করার আগে সাবধানতা অবলম্বন করুন। আপনার কাছে যদি ব্যাঙ্কের কোনও নথি থাকে সেখানে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। ওখান থেকে যে ভাবে নির্দেশ দেবে সেই অনুযায়ী ওয়েবসাইটে ঢুকতে পারেন।

আরও পড়ুন:– রাজ্যে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

গুগলে বিভিন্ন ব্যাঙ্কের নামে যে নম্বর দেওয়া থাকে তা বেশির ভাগ ক্ষেত্রে প্রতারকদের হতে পারে। সার্চ ইঞ্জিন সংস্থাকে টাকা দিয়ে নিজেদের নম্বরগুলি অ্যালগরিদমের মাধ্যমে সাধারণ মানুষের চোখের সামনে রাখা হয়। ফলে ভুলেও কোনও খোঁজখবর ছাড়া সেখানে ঢুকে নিজের ব্যক্তিগত তথ্য দিতে যাবেন না।

সাধারণ ভাবে কোনও ব্যাঙ্কের সাইটে ঢুকতে গেলে প্রথমেই দেখে নেবেন ওখানে ‘HTTPS’ দিয়ে হেডারটি শুরু হয়েছে কি না। কারণ এর শেষে যদি ‘S’ না থাকে তবে তা কখনই সেফ নয়। এর পাশাপাশি আপনাকে দেখতে হবে ব্যাঙ্কের নামের বানান ঠিক রয়েছে কি না। এ ছাড়া ভিতরে যে ইনফরমেশন দেওয়া রয়েছে যেমন ঠিকানা বা অন্যান্য তথ্য সেগুলো ঠিক ভাবে দেওয়া হয়েছে কি না, তাও। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় প্রতারকরা ব্যাঙ্কের ওয়েবসাইটের মতো দেখতে হুবহু সাইট তৈরি করে ফেলেন। সন্দেহ হলে সেখানে ব্যক্তিগত তথ্য দেবেন না। পাশাপাশি নিজের ব্যাঙ্কের যে কোনও নথি থাকলে সেখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেখে নেবেন। সম্প্রতি বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পক্ষ থেকে এ ধরনের প্রতারকদের হাত থেকে গ্রাহকদের সতর্ক করার কাজ শুরু হয়েছে। সেখানেও ভুয়ো সাইট চিহ্নিত করার উপায় বলা আছে।

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন