দেড় মাস ধরে পাস্তা দিয়ে অভিনব সরস্বতীর মূর্তি বানালেন শিক্ষক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চাল-ডাল, কিমবা দেশলাই কাঠি দিয়ে দেবী প্রতিমা তৈরি করতে দেখা গিয়েছে অনেককেই ৷ তবে এবার দুর্গাপুরের এক শিক্ষক সরস্বতী পুজোয় দেবীমূর্তি তৈরি করলেন পাস্তা দিয়ে ৷ তাঁর তৈরি অভিনব পাস্তার সরস্বতী নজর কেড়েছে এলাকাবাসীর ৷

দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন হর্ষবর্ধন রোডের বাসিন্দা অমিত সরকার ৷ পেশায় গান এবং আঁকার শিক্ষক । তিনি নিজের বাসভবনেই ছাত্রছাত্রীদের গান এবং ছবি আঁকা শেখান । 2005 সাল থেকে তাঁর মনে ইচ্ছে জাগে যে, বাড়িতে পুজোর জন্য নিজে হাতেই বাগদেবী তৈরি করবেন । সেই শুরু ৷ এরপর নানা সময়ে নানা জিনিস ব্যবহার করে সরস্বতী মূর্তি তৈরি করেছেন তিনি ৷ আর এ বছর মূর্তি তৈরির জন্য তিনি বেছে নিয়েছেন পাস্তাকে ৷

আরও পড়ুন:– রাজ্যে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

পাস্তা দিয়ে তৈরি বাগদেবীরই আরাধনা হচ্ছে অমিত সরকারের নিজস্ব সঙ্গীত ও অঙ্কন প্রশিক্ষণ বিদ্যালয়ে । নানা ধরনের এবং নানা আকৃতির পাস্তা দিয়ে তৈরি হয়েছে বাগদেবী । দীর্ঘ প্রায় দেড় থেকে দুই মাস ধরে অমিত সরকার এই অভিনব মূর্তি তৈরি করছেন ।

তিনি মূর্তি তৈরিতে অভিনবত্ব এনেছিলেন 2005 সাল থেকে ৷ তাঁর স্কুলের শিক্ষার্থীরাই শুধু নয়, বহু মানুষ তাঁর হাতে তৈরি বাগদেবীর মূর্তি দেখতে ছুটে আসেন তাঁর স্কুলে । শুরুটা করেছিলেন কাঁচ ভাঙা দিয়ে সরস্বতীর মূর্তি তৈরি করে । শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তাঁর সেই সৃষ্টিকে । তারপর থেকে তিনি আর থেমে থাকেননি ।

অমিত সরকার বলেন, “নিজের বিদ্যালয়ের সরস্বতী মূর্তি নিজেই তৈরি করবেন, এমন ভাবনা থেকে কখনও কাঁচভাঙা, কখনও চাল-ডাল, খই, কখনও রঙিন ইরেজার, আবার কখনও রঙিন তুলো কিম্বা শুকনো সজনে ডাঁটা দিয়ে বীণাপাণির মূর্তি গড়েছি ।”

21 বছর ধরে নিজের স্কুলের ঠাকুর নিজের হাতে তৈরি করে পুজো করে আসছেন এই শিক্ষক । প্রতি বছরই নানা রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে তিনি প্রতিমা তৈরি করেন । পাস্তার তৈরি এই বাগদেবীর মূর্তি তৈরিতে অন্যান্য উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে কাগজ এবং কাপড়ের মণ্ড, হ্যান্ডমেড পেপার, গোল্ডেন কালার, আঠা ও চুমকি । এবারও তাঁর মূর্তি তাক লাগিয়ে দিয়েছে আশপাশের এলাকার মানুষজনকে ৷

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন