সঙ্গমের সময়ে গলা টিপে খুন পুরুষ সঙ্গীকে, কারণও ফাঁস করলেন অভিযুক্ত মহিলা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যৌন সঙ্গমের সময়ে সঙ্গীর গলা টিপে খুন করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। উত্তরপ্রদেশের বরেলীর একটি খুনের ঘটনায় তদন্তে নেমে পুলিশের সামনে এল এমনই একটি ঘটনা। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত মহিলার দাবি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করছিল। এই মানসিক ও শারীরিক অত্যাচার আর সহ্য করতে না পেরে তিনি তাকে খুন করেছেন বলে জানিয়েছেন ওই মহিলা। নিহত ব্যক্তির নাম ইকবাল। দিন দু’য়েক আগে নিজের বাড়িতে ইকবালের দেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় এই মহিলাকে।

আরও পড়ুন:– টাকা দিয়ে কি সুখ কেনা যায় ? কি বলছে সাম্প্রতিকতম গবেষণা ?

পিটিআই প্রতিবেদন সূত্রের খবর, পুলিশ জানিয়েছে ইকবাল জরি শিল্পী। ওই মহিলা যে গ্রামে থাকেন, সেখানে নিত্য যাতায়াত ছিল ইকবালের। সে ভাবেই দু’জনের মধ্যে পরিচয় হয়, ফোন নম্বর আদান-প্রদানও হয়। দুইজনের মধ্যে ফোনে কথাও হতো। অভিযুক্ত মহিলা পুলিশকে জানিয়েছেন, ইকবাল একদিন তাঁকে তাঁর বাড়িতে যেতে বলেন। কথা মতো বাড়িতে গেলে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মহিলাকে জোর করেন ইকবাল। রাজি না হওয়ায়, ফোনে কথা বলার রেকর্ডিং ফাঁস করে দেওয়ার ভয় দেখায় ইকবাল। সংসার ভেঙে যাওয়ার ভয়ে ইকবালের দাবি মেনে নিতে হয় বলে দাবি ওই মহিলার। কিন্তু এই ঘটনা বারবার চলতে থাকে বলে অভিযোগ মহিলার। সন্তানদের কথা ভেবে প্রথমে চুপ করে থাকলেও পরে এই অত্যাচার ক্রমশ লাগামছাড়া হতে থাকে বলে পুলিশের কাছে জানিয়েছেন ওই মহিলা। এরপরেই ইকবালকে খুনের ছক কষেন ওই মহিলা। পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, হয় ইকবালকে খুন করা নয়তো নিজেকে শেষ করা- যে কোনও একটা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, তিনি নিজেই ইকবালকে ফোন করে দেখা করার জন্য ডাকেন। ইকবাল তাঁকে স্বামীকে দেওয়ার জন্য ২টি ঘুমের ওষুধ দেন। ওই মহিলা পুলিশকে বলেছেন, ‘রাত আটটা নাগাদ, আমি আমার স্বামীকে চায়ের সঙ্গে ওই ঘুমের ওষুধ দিই। তার পরে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ১১টা ৪০ নাগাদ আমি ইকবালকে ফো করি। তখন ও জানায় ও বাড়িতে একা রয়েছে, আমি যেন পৌঁছে যাই।’

কথা মতো ইকবালের বাড়িতে পৌঁছন ওই মহিলা। সেখানেই ঘনিষ্ঠ হওয়ার সময়ে, ইকবালের বুকের উপর উঠে গলা ও মুখ চেপে শ্বাসরুদ্ধ করেন অভিযুক্ত মহিলা। ইকবাল মারা গিয়েছেন নিশ্চিত হওয়ার পরে দেহ টেনে বাড়ির সিঁড়িতে রেখে চলে যান ওই মহিলা।

আরও পড়ুন:– রাজ্যে PM পোষন স্কিমের অধীনে চাকরি! মাসিক ১৮,০০০ টাকা বেতন, বিস্তারিত দেখে নিন

আরও পড়ুন:– প্রায় 63 বছর 8 বড় পরিবর্তনের সম্ভাবনা নতুন আয়কর বিলে । নতুন আইন সম্পর্কে জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন