Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উলুবেড়িয়া শহরের বিভিন্ন দোকানে অস্বাভাবিকভাবে হারে বেড়েছে চিনির বিক্রি। কিন্তু কারণ কী? কানাঘুষো বিষয়টি জানতে পেরেই সতর্ক হতে শুরু করে পুলিশ প্রশাসন। এত চিনি যাচ্ছে কোথায়? অবশেষে রহস্যের জট খুলল পুলিশ।
উলুবেড়িয়া পুলিশ সূত্রে খবর, চোলাই মদ তৈরিতে ব্যবহার হচ্ছে ওই চিনি। চোলাই মদ তৈরির ক্ষেত্রে অন্যতম উপাদান হল চিটে গুড়। যদিও পুলিশ আর আবগারির নজরদারিতে চিটে গুড় দিয়ে চোলাই মদ তৈরির ক্ষেত্রে সমস্যা হচ্ছিল চোলাই কারবারিদের। আর পুলিশের চোখে ধুলো দিতে অভিনব উপায় বার করে তারা।
মদ তৈরি করতে চিটে গুড়ের পরিবর্তে চিনির ব্যবহার শুরু করেছিল চোলাই কারবারিরা। ইদানিং উলুবেড়িয়া শহরের বিভিন্ন দোকানে অস্বাভাবিকভাবে চিনি বিক্রি বৃদ্ধি পাওয়ায় তদন্তে নামে পুলিশ।
সম্প্রতি উলুবেড়িয়া থানার পুলিশ সেখানকার বিভিন্ন গ্রামে থাকা চোলাই ভাটিতে হানা দেয়। চোলাই ভাটি ভেঙে দেওয়ার পাশাপাশি চোলাই মদও নষ্ট করে দেওয়া হয়। উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদবের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী উলুবেড়িয়ার সুলতানপুর, আমতলা, ধূলাসিমলা, শাঁখাভাঙা,হীরাপুর, মদাই-সহ বিভিন্ন এলাকায় হানা দেয়। একের পর এক চোলাই ভাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব জানান, পুলিশের অভিযানে একাধিক চোলাই মদের ভাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। চোলাই মদের বিরুদ্ধে লাগাতার এই অভিযান চলবে।
আরও পড়ুন:– আরও বড় বিপর্যয়ের অপেক্ষায় কলকাতা? জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:– কোনও অনুশোচনা নেই, চুম্বন বিতর্কে আর কী বললেন উদিত নারায়ণ?