Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মূল্যবৃদ্ধির বাজারে কম খরচে বেড়াতে যাওয়া মধ্যবিত্তের কাছে স্বপ্ন। যাতায়াতের খরচ থেকে থাকা-খাওয়ার বাজেট— সাধ্যের মধ্যে ঠিকমতো প্ল্যান করা বেশ কঠিন। আজকাল দু’দিনের জন্য বেড়াতে গেলেও চোখের নিমেষে ৫-৬ হাজার টাকা খরচ হয়ে যায়। তার বেশি তো কম নয়। সেখানে ৭-১০ দিনের ট্রিপ প্ল্যান করলে কম করে বিশ হাজার টাকা বাজেট নিয়ে চলতে হয়। তাও অতিসাধারণ ভাবে। লাক্সারি ভাবে ঘুরলে খরচ বাড়তেই থাকে। কিন্তু বেড়াতে যাওয়ার ইচ্ছে দমিয়ে রাখাও যায় না। তাই সস্তায় কী ভাবে ট্রিপ প্ল্যান করবেন, সেটা জেনে রাখুন।
ডেস্টিনেশন ঠিক করুন
যে জায়গায় বেশি পর্যটক বেড়াতে যায়, পর্যটন ব্যবস্থা উন্নত, সেখানে খরচও বেশি। এমন জায়গা খুঁজুন, যেখানে বেড়াতে যাওয়ার খরচ তুলনামূলক ভাবে কম। ‘অফবিট’ ডেস্টিনেশনের কথা ভাবতে পারেন। সেখানে থাকা-খাওয়ার খরচ কম হলেও হতে পারে। বাড়ি কাছেপিঠের ডেস্টিনেশনে গেলে খরচ কম হতে পারে।
লোকাল ট্রান্সপোর্ট বেছে নিন
প্রাইভেট গাড়ি ভাড়া করলে ঘুরলে খরচ বেশি হবে। তার চেয়ে সরকারি বা বেসরকারি বাসে চেপে ঘুরে দেখুন নতুন জায়গা। এতে খরচ কম হবে। পাশাপাশি স্থানীয় মানুষদের সঙ্গে মিশতে পারবেন। সেই জায়গার সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। আবার এমন অনেক জায়গা সম্পর্কেও জানতে পারবেন, যার কথা হয়তো কোথাও উল্লেখ নেই।
আগে থেকে প্ল্যান করুন
বছরে যদি এক-দু’বার বেড়াতে যান, তা হলে আগে থেকে প্ল্যান করে রাখুন। কবে, কোথায় যাবেন— এটা ঠিক করে নিলেই বাকি কাজটা সহজ হয়ে যাবে। এর পর বিমান বা ট্রেনের টিকিট কেটে ফেলুন। হোটেল-গাড়ির বুকিং সেরে ফেলুন। আগে ভাগে এই কাজগুলো সেরে ফেললে খরচ কম হবে। শেষ মুহূর্তে বিমানের টিকিট বুক করলে কিংবা হোটেল ভাড়া করলে খরচ তুলনামূলক ভাবে বেশি হয়।
অফ সিজ়নে বেড়াত যান
কিছু কিছু জায়গা আছে, যেখানে সারাবছর পর্যটকদের ভিড় লেগে থাকে। আবার দুর্গাপুজো, ক্রিসমাসের সময় প্রচুর মানুষ বেড়াতে যান। পাবলিক হলিডে-এর সময় যে কোনও জায়গায় হোটেল ফাঁকা পাওয়া কিংবা সস্তায় ঘোরা সম্ভব নয়। তাই অফ সিজ়নে বেড়াতে যান। তাতে শুধু যে ঘোরার খরচ কম হবে, তা নয়। পাশাপাশি পর্যটন এলাকাতেও ভিড় কম থাকবে।
বাজেট তৈরি করুন
আপনার যদি ২০ হাজার টাকা বাজেট হয়, তা হলে কোন খাতে কত টাকা খরচ করবেন, তার একটা খসড়া আগে তৈরি করে নিন। যে বাজেট ধরে চলবেন, চেষ্টা করবেন তার মধ্যেই খরচ করার। তবে, সঙ্গে অবশ্যই কিছু নগদ টাকা নেবেন। বিপদে কাজে আসতে পারে। এই টাকাটা বাজেটের মধ্যে রাখবেন না। বাজেট বানিয়ে খরচ করলে কিছুটা হলেও খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন।
আরও পড়ুন:– আরও বড় বিপর্যয়ের অপেক্ষায় কলকাতা? জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:– কোনও অনুশোচনা নেই, চুম্বন বিতর্কে আর কী বললেন উদিত নারায়ণ?