৮০ ফুট উঁচু মোবাইল টাওয়ারের মাথায় উঠে নাচলেন যুবক, কি চাই তাঁর ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ব্যস্ত রাস্তা। যানবাহন মানুষের ভিড়ে জমজমাট। বেলা বেড়েছে। রাস্তার ধারে একটি জমি ধরে সটান উঠে গেছে ধাতব মোটা পাতের জালের মত করে তৈরি মোবাইল টাওয়ার। যে টাওয়ার দেখে এখন সকলেরই চোখ সয়ে গেছে।

৮০ ফুট উঁচু টাওয়ারটি। প্রতিদিনই সে টাওয়ার নজরে পড়ে। কিন্তু টাওয়ারের দিকে চাওয়ার সময় কার আছে! সেদিন কিন্তু সকলের নজর গিয়ে পড়ল ওই টাওয়ারেই।

অনেকে কাজ ফেলেই থমকে দাঁড়িয়ে গেলেন। কারণ ওই টাওয়ারের মাথায় কেবল যন্ত্রাংশ নয়, এক যুবকও রয়েছেন। আর শুধু রয়েছেন নয়, সেখানে একটা পা ও একটা হাত শূন্যে ভাসিয়ে নাচও করছেন।

প্রাথমিকভাবে কেউই কিছু বুঝে উঠতে পারছিলেননা। অনেকেই মনে করেন নিশ্চয়ই ওই যুবকের কোনও দাবি রয়েছে। আর তা আদায় করে নিতেই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ৮০ ফুট উঁচু টাওয়ারের অপরিসর মাথায় চড়ে এসব কাণ্ড করছেন।

অনেকেই এই ঘটনার ভিডিও করতে থাকেন। খবর যায় পুলিশে। অনেকে দুশ্চিন্তায় ছিলেন যখন তখন নিচে পড়ে যেতে পারেন ওই যুবক। নিচে নামতে বললেও নামছিলেন না।

আসলে ওই যুবকের কোনও দাবি ছিলনা। নিছক আনন্দে টাওয়ারে চড়েছিলেন তিনি। কারণ মদ্যপানের জেরে তিনি তখন ঠিক ভুল বিচারের ক্ষমতা হারিয়েছেন। পা টলছে। শরীরও টলছে। আর সেই অবস্থায় নিছক আনন্দের চোটে তিনি ওই টালমাটাল অবস্থায় চড়ে যান টাওয়ারের মাথায়।

পুলিশ, পৌরসভা ও দমকল এসে হাজির হয় ঘটনাস্থলে। ওই যুবককে নেমে আসার জন্য বলা হলেও তিনি নামতে চাননি। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে তাঁকে যখন জোর করেই নামিয়ে আনার পরিকল্পনা চলছে, তখন একসময় যুবক নিজেই নিচে নেমে আসেন। নামার পরই তাঁকে পুলিশ আটক করে। ঘটনাটি মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপালে রীতিমত হইচই ফেলে দেয়।

আরও পড়ুন:– আরও বড় বিপর্যয়ের অপেক্ষায় কলকাতা? জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কোনও অনুশোচনা নেই, চুম্বন বিতর্কে আর কী বললেন উদিত নারায়ণ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন