গাড়ি নেই , বিরিয়ানি নেই ! সিপিআই-র সমাবেশে না সমর্থকদের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : লোকসভায় সাংসদ সংখ্যা 2 । জাতীয় দলের মর্যাদাও হারিয়েছে কাস্তে-ধানের শিস । এই অবস্থায় সিপিআই গত 26 ডিসেম্বর 100 বছরে পা দিয়েছে । এ উপলক্ষ্যে বছরভর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে নেতৃত্ব । মিছিল, মিটিংয়ের মাধ্যমে বরেণ্য নেতাদের স্মরণ করতে চান নেতৃত্ব । দলীয় শক্তিবৃদ্ধির চেষ্টাও হবে ।

এই কারণেই আগামী 5 ফেব্রুয়ারি কলকাতার ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে রাজ্য সিপিআই । সাধারণ সম্পাদক ডি রাজার উপস্থিত থাকার কথা রয়েছে । কিন্তু শতবর্ষের পার্টির রাজ্যে বিধায়কও নেই, ভাণ্ডারে টাকাও নেই । তাই ধর্মতলা ভরাতে হিমশিম খাচ্ছে তারা । অর্থাভাবে আমন্ত্রিত নন বিদেশি বাম দলের প্রতিনিধিরাও ।

আরও পড়ুন :- কানে ব্যথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি চিকিৎসা 

জেলার কর্মী-সমর্থকরা বলছেন, যাতায়াতের গাড়ি-খাবারের ব্যবস্থা না করলে আসতে পারবেন না । সিপিআই রাজ্য কমিটির এক নেতায় কথায়, “জেলায় গিয়ে 5 তারিখের সমাবেশে আসতে বলা হলে হতাশ হয়ে ফিরতে হচ্ছে । কারণ, অধিকাংশই বলছেন, অন্য পার্টি গাড়ি দেয়, বিরিয়ানি দেয় । আপনারা তো কিছুই দেন না । সমাবেশে যাব না ।”

এ কেমন ‘সমর্থক’, গাড়ি না পেলে পার্টির ডাকা সমাবেশে আসবেন না ? পার্টির গাড়ির ব্যবস্থাও করছে না কেন ? জিজ্ঞাসা করা হলে আর্থিক সঙ্গতি যে নেই, তা স্বীকার করে নিচ্ছেন রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় । তাঁর ব্যাখ্যা, “সদস্য, ঘনিষ্ঠ ও সমর্থক, এই তিন ধরনের মানুষ সমাবেশে আসেন । ওই সমর্থকদের কেউ এমন কথা বলছেন । কিন্তু পার্টির অত টাকা নেই ।”

আরও পড়ুন :- ফের চাঙ্গা হতে চলেছে শীত !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন