Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোশ্যাল মিডিয়ায় রিল বানায় বোন, শুধুমাত্র এই কারণেই বোনকে গুলি করে খুন করল ভাইয়েরা। এমনই নৃশংস ঘটনা ঘটল পাকিস্তানের ঝিলমে। পাকিস্তানের সংবাদমাধ্যম ARY News-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ঝিলমের ধোকে কোরিয়ান এলাকায় এই ঘটনা ঘটেছে। বছর কুড়ির ওই তরুণী টিকটকে ভিডিয়ো রিল বানাতেন। সেই কাজ নিয়ে আপত্তি জানান পড়শিদের একাংশ। তার পরেই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলা চরমে পৌঁছলে বোনকে গুলি করে খুন করে ভাইয়েরা। হনার কিলিংয়ের এই ঘটনাটিকে লুকনোর চেষ্টা করা হয় পরিবারের তরফে। গোটা ঘটনাটিকে আত্মহত্যার মতো করে সাজানো এবং তথ্যপ্রমাণ লোপাট করার মতো অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে।
ঝিলমের এই ঘটনার কয়েকদিন আগেই পাকিস্তানের কোয়েটাতেও এমনই একটি হনার কিলিংয়ের ঘটনা ঘটেছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম ARY News-এর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা ও পাকিস্তানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন এক নাবালিকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গুলি করে খুন করা হয় কোয়েটাতে। ১৫ বছরের ওই নাবালিকাকে খুন করার অভিযোগ উঠেছে তারই বাবা ও মামার বিরুদ্ধে। সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, মেয়ের রিল ভিডিয়ো বানানো নিয়ে আপত্তি ছিল বাবার। কিন্তু বাবার আপত্তিতে কান দেয়নি ওই কিশোরী। তারপরেই কিশোরীর মামার সঙ্গে মিলে মেয়েকে খুনের ছক কষে বাবা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবা আনওয়ার-উল-হক কয়েকবছর আগেই স্ত্রী ও সন্তানদের নিয়ে আমেরিকায় চলে গিয়েছিল। খুনের পরিকল্পনা করে, শুধুমাত্র মেয়েকে নিয়ে পাকিস্তানে ফেরে সে। তারপরে কিশোরীর মামা তায়েব আলির সঙ্গে হাত মিলিয়ে গুলি করে খুন করে মেয়েকে।
সম্প্রতি পাকিস্তানে হনার কিলিংয়ের ঘটনা বেড়েছে বলে জিও নিউজ়ের একটি প্রতিবেদন সূত্রের খবর। ২৫ জানুয়ারি প্রকাশিত ওই সংবাদসংস্থার একটি প্রতিবেদন সূত্রের খবর, সিন্ধ প্রদেশের চারটি জেলায় মাত্র ৩ দিনে ৮ জনকে এই কারণে খুন করা হয়েছে। পাকিস্তানের মানবাধিকার কমিশনের (HRCP) তথ্য অনুযায়ী, সে দেশে ২০২৪ সালে হনার কিলিংয়ের ঘটনা মাথাব্যথার কারণ হয়েছিল। পাকিস্তানের সিন্ধ ও পাঞ্জাব প্রদেশে ওই বছরে সবচেয়ে বেশি হনার কিলিংয়ের ঘটনা ঘটেছে। HRCP-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৩৪৬ জন হনার কিলিংয়ের শিকার হয়েছে পাকিস্তানে।
আরও পড়ুন:– আরও বড় বিপর্যয়ের অপেক্ষায় কলকাতা? জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:– কোনও অনুশোচনা নেই, চুম্বন বিতর্কে আর কী বললেন উদিত নারায়ণ?