‘গালভর্তি লিপস্টিকের দাগ’, উদিতের চুম্বন বিতর্কের মাঝেই নিজের গল্প ভাগ অভিজিতের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিনকয়েক ধরেই চলছে উদিত নারায়ণের চুম্বন বিতর্ক। বলা চলে, তিনি এখন চর্চার কেন্দ্রে। মহিলা অনুরাগীদের চুম্বনের সেই ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে ‘টিপ টিপ বরসা পানি’ গানে মঞ্চ কাঁপাচ্ছেন শিল্পী। আর সেই সময় এক মহিলা ভক্ত ছবি তুলতে এগিয়ে আসেন তাঁর কাছে। সেখানেই ভক্তদের চুম্বনের পাল্টা একের পর এক চুম্বন করতে দেখা যায় উদিত নারায়ণকে। যে বিষয়টি একেবারেই ভালো লাগেনি অনেকের। হয়েছে সমালোচনাও। উদিতের চুম্বন বিতর্কে কী বললেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য?

একটি সংবাদ মাধ্যমকে অভিজিৎ ভট্টাচার্য বলেন, ‘উদিত একজন সুপারস্টার গায়ক। এরকম ঘটনা শিল্পীদের সঙ্গে হামেশাই ঘটে। আমাদের সঙ্গে যদি বাউন্সার কিংবা নিরাপত্তারক্ষী না থাকেন, লোকেরা আমাদের জামাকাপড়ও ছিঁড়ে ফেলেন।’

অভিজিৎ তাঁর পুরোনো স্মৃতি রোমন্থণ করে বলেন, অনেকদিন আগে একটি আন্তর্জাতিক শোতেও তাঁর সঙ্গে এইরকম একটি ঘটনা ঘটেছিল। বলেন, ‘অতীতে আমার সঙ্গেও এমনটা হয়েছে। তখন আমি ইন্ডাস্ট্রিতে তুলনামূলক নতুন ছিলাম। দক্ষিণ আফ্রিকায় একটি কনসার্টের সময়, তিন চারজন মেয়ে এসে আমার গালে এমন ভয়ঙ্কর চুম্বন করেছিলেন, আমি স্টেজে যেতেই পারছিলাম না। আর সেই সব ঘটেছিল লতা মঙ্গেশকরজির সামনে। আমার গালে লিপস্টিকের দাগে ভরে গিয়েছিল।’

অন্যদিকে চুম্বন বিতর্কে উদিত নারায়ণ বলেছেন, এই পরিস্থিতি নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই। শিল্পীর কথায়, ‘কেনই বা হতে যাবে অনুশোচনা? আপনারা কি আমার কণ্ঠে কোনও আক্ষেপ শুনতে পাচ্ছেন? আমি আপনাদের সঙ্গে কথা বলার সময়ও হাসছি। আসলে আমার মন পরিষ্কার। কেউ যদি আমার এই ভালোবাসায় নোংরা কিছু দেখতে চান, আমি তাঁদের জন্য দুঃখিত। আমিও তাঁদের বেশি করে ধন্যবাদ জানাতে চাই। এর কারণ, তাঁরা আমাকে এগুলো করে আরও বেশি বিখ্যাত করছেন।’

আরও পড়ুন:– আরও বড় বিপর্যয়ের অপেক্ষায় কলকাতা? জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কোনও অনুশোচনা নেই, চুম্বন বিতর্কে আর কী বললেন উদিত নারায়ণ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন