Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব। কিন্তু সেই ‘ফেসবুক ফ্রেন্ড’ যে রাতের ঘুম কেড়ে নেবে তা ভাবতেও পারেননি আলিপুরদুয়ারের শামুকতলার মহিলা। প্রথমে সোশ্যাল মিডিয়ায় ওই ফেসবুক ফ্রেন্ড তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করে বলে অভিযোগ মহিলার। কিন্তু তিনি তাতে সাড়া না দেওয়ায় ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এই পরিস্থিতিতে সোমবার পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কয়েকশো বন্ধু থাকা খুবই সাধারণ বিষয়। বন্ধু তালিকায় থাকা অনেককেই হয়তো ব্যক্তিগতভাবে চেনেন না অনেকে।
বেশ কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় কোচবিহারের পুন্ডিবাড়ির এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে সবকিছু চলছিল মসৃণভাবেই। কিন্তু কিছুদিন পর থেকেই সেই ‘বন্ধু’ তার আসল রূপ দেখাতে শুরু করে বলে অভিযোগ।
ওই মহিলা বলেন, ‘ওই যুবকের সঙ্গে বন্ধুত্ব পাতানোর কয়েকদিন পর থেকেই সে আমাকে কুপ্রস্তাব দিচ্ছিল। আমি রাজি না হওয়ায় সে এবং তার চার সঙ্গী আমার উপর মানসিক অত্যাচার চালাচ্ছিল। আমার সোশ্যাল মিডিয়ায় থাকা কিছু ছবি সুপার ইমপোজ করে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়।’
এরপরেই তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন:– আরও বড় বিপর্যয়ের অপেক্ষায় কলকাতা? জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:– কোনও অনুশোচনা নেই, চুম্বন বিতর্কে আর কী বললেন উদিত নারায়ণ?