নিজেদের দেশেই ব্যান আর্জেন্তিনা ফুটবল সমর্থকরা! কারণ জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিশ্ব ফুটবল নিয়ে আলোচনা হলে তার প্রথম কয়েক মিনিটের মধ্যে আসবে আর্জেন্তিনার নাম। তিনবার বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনাকে নিয়ে এই চর্চার নেপথ্যে রয়েছেন মারাদোনা ও বর্তমানে মেসি। কিন্তু বিশ্ব ফুটবলে আর্জেন্তিনার জাতীয় দল যেই সুনাম অর্জন করেছে সেই সুনাম অর্জন করতে পারেনি সমর্থকরা। বিশেষ করে আর্জেন্তিনার ক্লাব ফুটবলের সমর্থকরা। যেই কারণের তাদের উপর চাপানো হয়েছে নিষেধাজ্ঞা।

বিশ্বে আর্জেন্তিনা ফুটবল দলে সুনাম যতটা, ততটাই দুর্নাম আর্জেন্তিনার ক্লাব ফুটবলের সমর্থকদের। বোকা জুনিয়র্স, বেনফিল্ড, ব্যারাকাস সেন্ট্রাল, দেপোর্তিভো রিয়েস্ট্রা, রিভার প্লেট, রেসিংয়ের মতো ক্লাব আর্জেন্তিনার প্রিমিয়ার ডিভিশনে খেলে। তবে এই ক্লাবগুলোর সমর্থকদের মধ্যে কোনও শান্তিপূর্ণ সহাবস্থান নেই। বড় দলের ম্যাচ মানে সেখানে সমর্থকদের মধ্যে ঝামেলা। গ্যালারিতে আগুন, মারামারি লেগেই থাকে। একাধিক সময়ে সেটা বাড়াবাড়ির রূপ নেয়।

আরও পড়ুন:- ‘গালভর্তি লিপস্টিকের দাগ’, উদিতের চুম্বন বিতর্কের মাঝেই নিজের গল্প ভাগ অভিজিতের

আর্জেন্তিনার মতো দেশে ফুটবল সমর্থকদের এই অসভ্যতা ভালোভাবে নেননি কর্তারা। ২০১৩ সালে তাই কর্তারা একটি সিদ্ধান্ত নেন। আর্জেন্তিনার ক্লাব ফুটবলে কোনও ম্যাচে স্টেডিয়ামে অ্যাওয়ে সমর্থকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, ২০০০-২০১৩ সাল পর্যন্ত ৭০ জনের বেশি ফুটবল সমর্থক মারা গিয়েছে। ২০১৩ সালে একটি ম্যাচের সময় স্টেডিয়ামে বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে মারামারি লাগে। পরিস্থিতি সামলাতে পুলিশকে রবার বুলেট ছুঁড়তে হয়। যারপর আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশন, স্টেডিয়ামে অ্যাওয়ে সমর্থকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।

এই ঘটনার পর ১২ বছর কেটে গেছে। আর্জেন্তিনার সমর্থকরা জাতীয় দলের খেলার সময় এক হলেও তারা ক্লাব ফুটবলের সময় আলাদা হয়ে যায়। তাই এখনও সমর্থকদের উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

আরও পড়ুন:- আর ভয় নেই ক্যানসারে ! রইল বিশিষ্ট চিকিৎসকের মতামত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন