Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলাদেশে এখনও ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ হয়নি বলে দাবি করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ১৭৪টি সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ঘটেছে বলে দাবি করেছে তাঁরা। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলেও অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তবে, এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে ইউনূসের সরকার। তাদের দাবি, ইউনূসের আমলে বাংলাদেশে একটিও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেনি।
শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ। এই নির্যাতন বন্ধ করতে ইউনূস সরকারকে বার্তাও দিয়েছিল ভারত। গত বৃহস্পতিবার, একটি সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মণীন্দ্রকুমার নাথ জানান, তাঁরা গত সাড়ে ৪ মাসের তথ্য বিশ্লেষণ করেই এই হিংসার তথ্য পেয়েছেন। এর জেরে সেখানের সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। তবে এই দাবিকে উড়িয়ে দিল ইউনূসের সরকার।
আরও পড়ুন:- ‘গালভর্তি লিপস্টিকের দাগ’, উদিতের চুম্বন বিতর্কের মাঝেই নিজের গল্প ভাগ অভিজিতের
একটি বিবৃতি দিয়ে ইউনূসের সরকার দাবি করেছে, তাঁদের আমলে বাংলাদেশে একটিও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেনি। ইউনূসের কার্যালয় সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ঐক্য পরিষদের অভিযোগ পরেই পুলিশের কাছে প্রতিটি ঘটনার প্রকৃত কারণ এবং এই ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা পুলিশের কাছে জানতে চাওয়া হয়। পুলিশ এই ঘটনাগুলি নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে। তাতেই জানানো হয়েছে, ওই ২৩টির মধ্যে ২২টি ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। তাদের দাবি, চুরি, ব্যক্তিগত এবং পারিবারিক শত্রুতা-সহ বিভিন্ন কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এর সঙ্গে সাম্প্রদায়িক হিংসার কোনও যোগ নেই। ইউনূসের কার্যালয়ের তরফে সোশ্যাল মিডিয়াতে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিটি অভিযোগের তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাঁদের আমলে বাংলাদেশের একটিও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে। এই নিয়ে দায়ের করা ২১টি মামলায় ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১৭ জন নিজেদের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
আরও পড়ুন:- আর ভয় নেই ক্যানসারে ! রইল বিশিষ্ট চিকিৎসকের মতামত