খেলতে গিয়ে মাটি খুঁড়তেই বেরিয়ে এল গুপ্তধন ! কোথায় ঘটলো এমন ঘটনা ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কবি লিখেছিলেন, “যেখানেই দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন”। কবিতার এই পংক্তি যেন বাস্তবেও মিলে গেল । সালানপুরের কল্যা গ্রাম পঞ্চায়েত এলাকায় পুরনো একটি বাড়িতে খেলা করছিল পাড়ার শিশু ও কিশোরেরা । উৎসাহের বশে একটি মাটির ঢিবি খুঁড়ে ফেলতেই চক্ষু চড়কগাছ । বেরিয়ে এল প্রচুর প্রাচীন মুদ্রা । সবই ব্রিটিশ আমলের । এই ‘গুপ্তধন’ কবে থেকে সেখানে গচ্ছিত রয়েছে, সেগুলিকে আগামী দিনে কোথায় রাখা হবে, সে বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন ৷

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কয়েনগুলি রুপোর । বর্তমানে সেই কয়েনগুলির ঠিকানা সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির মালখানায় । ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে । মুদ্রাগুলির ঐতিহাসিক গুরুত্ব বিচার করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আগামী পদক্ষেপ করা হবে ।

আরও পড়ুন:- ‘গালভর্তি লিপস্টিকের দাগ’, উদিতের চুম্বন বিতর্কের মাঝেই নিজের গল্প ভাগ অভিজিতের

ETV Bharat

উদ্ধার প্রচুর প্রাচীন মুদ্রা

 

আসানসোলের সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাহাড়পুর গ্রামে দত্ত পরিবারের একটি পুরনো বাড়ি আছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর সময় একদল শিশু ও কিশোর একসঙ্গে সেই বাড়িটিতেই ফাঁকা জায়গায় খেলছিল । খেলার সময় একটি মাটির ঢিবি দেখতে পেয়ে কৌতূহল বশত তারা সেই ঢিবি খুঁড়ে ফেলে ৷ আর তখনই বেরিয়ে আসে প্রচুর প্রাচীন মুদ্রা । প্রথমে ওই খুদেরা বিষয়টি চেপে যায় । তারা ভেবেছিল, অনেকগুলো টাকা পাওয়া গিয়েছে, তাই দিয়ে চকোলেট কিনে খাবে ৷

সেই মতো ওই মুদ্রাগুলো নিয়ে পাড়ার দোকানে গেলে বিষয়টি সবার নজরে আসে । দোকানদার চমকে ওঠেন ৷ বলেন, এই কয়েন তো প্রাচীন আমলের । তখন ওই বাচ্চাদের চাপ দিতেই ওরা ভয়ে সব বলে দেয় । তখন মুদ্রাগুলিকে একত্রিত করা হয় ।

এলাকার বাসিন্দা দিলীপ দত্ত জানান, “আমি বিষয়টি জানতে পেরে পুলিশকে জানাই । সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ দ্রুত আসে । কয়েনগুলি উদ্ধার করে নিয়ে যায় । বর্তমানে রূপনারায়ণপুর ফাঁড়ির মালখানায় আছে কয়েনগুলো ।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েনগুলি সবই ব্রিটিশ আমলের । মোট 109টি মুদ্রা পুলিশের কাছে রয়েছে । 1914, 1919 সাল সময়কালের এই মুদ্রাগুলি । এক রুপি, হাফ রুপি ও চার আনার কয়েন রয়েছে । প্রাথমিক ভাবে মনে হয়েছে কয়েনগুলি রুপোর তৈরি ।

সালানপুর থানার পুলিশ জানিয়েছে, এই কয়েনগুলির ঐতিহাসিক মূল্য অনেক । তাই সেগুলোকে সযত্নে রাখা হয়েছে । উচ্চ আধিকারিকদের জানানো হয়েছে । তাঁরা যেমন বলবেন, সেইভাবেই আগামী দিনে পদক্ষেপ করা হবে ।

অন্যদিকে সালানপুরের বিডিও রুশালি ক্লের জানান, “বিষয়টি ইতিমধ্যে জেলাশাসক ও মহকুমাশাসককে জানানো হয়েছে । বিশেষজ্ঞ ও ঐতিহাসিকদের মতামত নেওয়া হবে ।”

আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

আরও পড়ুন:- আর ভয় নেই ক্যানসারে ! রইল বিশিষ্ট চিকিৎসকের মতামত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন