‘২১ কোটি পারিশ্রমিক পেয়েও এত অভাব?’, করিনাকে কটাক্ষ পরিচালকের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সইফ আলি খানের উপর হামলার ঘটনায় উঠেছে নানা প্রশ্ন। কী ভাবে তাঁদের বান্দ্রার অ্যাপার্টমেন্টে ঢুকতে পারলেন দুষ্কৃতী? কোন উদ্দেশ্য নিয়ে তাঁদের বাচ্চাদের ঘরে প্রবেশ করেছিল অভিযুক্ত? চলছে নানা চর্চা। ইতিমধ্যেই ধরা পড়েছেন শরিফুল ইসলাম। এ বার এই ঘটনায় প্রশ্ন তুললেন, পরিচালক-অভিনেতা আকাশদীপ সাবির ও তাঁর স্ত্রী শিবা। সইফ আলি খানের উপর আক্রমণকে নিয়ে রীতিমতো উপহাস করেছেন তাঁরা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আকাশদীপ করিনা কাপুরকেও কটাক্ষ করেছেন। প্রশ্ন তুলেছেন, করিনার বাড়ির বাইরে একজন নিরাপত্তারক্ষী রাখারও সামর্থ্য নেই?

আরও পড়ুন:- নিজেদের দেশেই ব্যান আর্জেন্তিনা ফুটবল সমর্থকরা! কারণ জানলে অবাক হবেন

আকাশদীপ এবং শিবা সইফ আলি খানের বাড়িতে সাম্প্রতিক হামলা প্রসঙ্গে কথা বলার সময় ইন্ডাস্ট্রির পারিশ্রমিকের বৈষম্য নিয়েও কথা বলেছেন। কোটি কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার পরেও কেন বাড়িতে নিরাপত্তারক্ষী রাখতে পারেন না করিনা? আকাশদীপ বলেন, ‘ঠিক কী কারণে ২১ কোটি টাকা পারিশ্রমিক নেওয়া করিনা তাঁর বাড়ির বাইরে একজন নিরাপত্তারক্ষী বা ড্রাইভার রাখতে পারেননি। ওঁদের ১০০ কোটি টাকা দেওয়া হলে, তবে হয়তো রাতে একজন প্রহরী কিংবা ড্রাইভার রাখতে পারবেন।’ আকাশদীপ হেসে সইফ আলি খানকে অটোয় করে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়েও ঠাট্টা করেছেন। হাবেভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি বিশ্বাস করেননি অটোয় করে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টা।

পরিচালক বলেন, করিনাকে তিনি ছোটবেলা থেকেই চেনেন। তবে করিনা খুব কাছের বন্ধু না হলেও, করিশ্মা কাপুরের সঙ্গে কাজ করেছেন অনেক। যখন করিশ্মার সঙ্গে কাজ করেছিলেন, সেই সময় করিনা অভিনয় করতেন না। আকাশদীপ বললেন, ‘একেবারেই শিশু ছিলেন করিনা।’

চিকিৎসা নিয়ে প্রশ্ন তোলায় হুমকি? হিনার বিরুদ্ধে নয়া অভিযোগ রোজ়লিনের

তবে একইসঙ্গে আকাশদীপ সইফ-করিনা জুটিকে অত্যন্ত ‘সম্মানিত দম্পতি’ বলেও উল্লেখ করেছেন। তবে কিছুতেই তিনি দুটো বিষয় মেলাতে পারছেন না। প্রথমত, বাড়ির বাইরে কেন কোনও নিরাপত্তারক্ষী নেই? দ্বিতীয়ত, রাতের জন্য তাঁদের কোনও ড্রাইভার কেন ছিল না? শুধু তাই নয়, মুম্বইয়ের বেশিরভাগ বাড়িতে কর্মীদের রাতে থাকার জায়গা কেন নেই, সেই প্রশ্নও তুলেছেন আকাশদীপ।

আরও পড়ুন:- ADHD রোগে কমতে পারে আয়ুও, বলছে গবেষণা, জানুন বিস্তারিত

আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন