গেরুয়া পোশাকে মহাকুম্ভের ত্রিবেণী সংগমে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : হাতে রুদ্রাক্ষের মালা, গায়ে গেরুয়া পোশাক- মহাকুম্ভে এসে সেভাবেই ত্রিবেণী সংগমে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে মহাকুম্ভে পৌঁছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বোটে করে সংগমে যান। সেখানেই পুণ্যস্নান সারেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন : জানুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়র সম্পর্কে !

মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা এবং বসন্ত পঞ্চমীতে ‘অমৃত স্নান’ সেরেছেন অসংখ্য মানুষ। সামনে আসছে মাঘী পূর্ণিমার ‘অমৃত স্নান’-ও। তার পরিবর্তে বুধবার যে প্রধানমন্ত্রী ত্রিবেণী সংগমে (গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতীর মিলনস্থল) পুণ্যস্নান সারলেন, সেটার নেপথ্যে বিশেষ মাহাত্ম্য আছে বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। বিজেপি সূত্রে খবর, আজ মাঘী অষ্টমী তিথি পড়েছে। মহাভারতের কাহিনী অনুযায়ী, আজকের দিনেই প্রাণত্যাগ করেছিলেন ভীষ্ম। সেজন্যই পুণ্যস্নানের জন্য আজকের দিনটা বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা! নতুন বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প। কী কী সুবিধে মিলবে?

যদিও নেহাতই সেই পৌরাণিক গুরুত্বের কারণে যে প্রধানমন্ত্রী আজকের দিনটা বেছে নিয়েছেন, তা মানতে নারাজ আম আদমি পার্টি (আপ)। দিল্লির শাসক দলের বক্তব্য, রাজধানীতে যখন বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ-পর্ব চলছে, তখন প্রধানমন্ত্রী যে ত্রিবেণী সংগমে পুণ্যস্নান সারছেন, তা থেকে এটা স্পষ্ট যে একেবারে পরিকল্পনা করেই আজকের দিনটা বেছে নেওয়া হয়েছে। ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আপ।

এবার কুম্ভমেলার বিশেষ গুরুত্ব আছে। কারণ ১২ বছর পরে মহাকুম্ভ হচ্ছে। উত্তরপ্রদেশ সরকারের তরফে দাবি করা হয়েছে, ইতিমধ্যে মহাকুম্ভে দেশ ও বিদেশ থেকে ৩৮ কোটি মানুষ এসেছেন। সেরেছেন পুণ্যস্নান। শেষপর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ৪০ কোটি পেরিয়ে যাবে বলে দাবি করেছে উত্তরপ্রদেশ সরকার।

আরও পড়ুন : মাধ্যমিক পাসে কলকাতা সিভিল কোর্টে চাকরি ! দেখুন আবেদন পদ্ধতি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন