‘অখন্ড ভারত’ তৈরিই লক্ষ্য ! সেনার জন্য বরাদ্দ দেখেই কালঘাম ছুটছে পাকিস্তানের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : মাসের পয়লা তারিখেই প্রকাশ্য এসেছে ইউনিয়ান বাজেট ২০২৫। ট্যাক্স ছাড় থেকে রেলের বরাদ্দ কত সব কিছু নিয়েই আলোচনা হয়েছে তবে দেশের সুরক্ষার খাতেও বড়সড় খরচ করা হতে চলেছে। মোট টাকার অঙ্কটা দেখার পর রীতিমত ঘুম উড়েছে পাকিস্তানের। পার্শ্ববর্তী দেশেরই এক বিশেষজ্ঞের মতে, ভারতের এই বিশাল প্রতিরক্ষা বাজেট রীতিমত চিন্তার বিষয়।

ভারতের ডিফেন্স বাজেট দেখে চিন্তায় পাকিস্তান

যেমনটা জানা যাচ্ছে এবছর বাজেটে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দেশের সুরক্ষা ব্যবস্থার জন্য (India Defence Budget)। যেটা গতবছরের তুলনায় ৯.৬৬% বেশি। মোট বাজেটের প্রায় ৪০% খরচ হচ্ছে সুরক্ষা খাতে। বাকি ৬০% টাকা অন্য খাতে ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে অন্যতম হল গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য ২ লক্ষ ৬৬ হাজার ৮ ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা! নতুন বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প। কী কী সুবিধে মিলবে?

দেশের সুরক্ষার জন্য এই বিশাল টাকার বাইজেট দেখার পর রীতিমত চিন্তায় পড়েছেন পাকিস্তানি বিশেষজ্ঞরা। পাকিস্তানের এক প্রাক্তন সেনা আধিকারিক গুলাম মুস্তাফার মতে, এটা বিজেপি সরকারের অখন্ড ভারত তৈরির যোজনাই একটা অঙ্গ। ভারত শুধুমাত্র দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই, এবার অখন্ড ভারত অর্থাৎ পাকিস্তান ও আফগানিস্তানের বেশ কিছু এলাকায় ভারতে শামিল করা হতে পারে!

ক্ষমতা দেখালো ভারতীয় নৌ বাহিনী

এদিন মুস্তাফা আরও জানান, ভারত সমুদ্র পেরিয়ে ইন্দোনেশিয়া ও মালেশিয়া পর্যন্ত নিজের বিস্তৃতি করতে চায়। এরপরেই ভারতীয় নৌ সেনার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘ ভারতের নৌ সেনার ক্ষমতাও যথেষ্ট উল্লেখযোগ্য। কারণ ইন্দোনেশিয়া ও মালেশিয়ার সমুদ্র অঞ্চলে হয় ভারত নয়তো চিনের নেভি থাকে।

চিন্তায় পাকিস্তান

ভারতের বিশাল নৌ সেনা বানিহী ও তার ক্ষমতা নিয়ে রীতিমত চিন্তায় পরে গিয়েছে পাকিস্তান। গুলাম মুস্তাফা প্রশ্ন তুলেছেন, এই বিশাল নৌ সেনা বাহিনী নিয়ে ভারত অন্য মহাদ্বীপগুলিতে আক্রমণ করবে না তো? তাছাড়া ভারত মহাসাগরে যদি ভারতের  নিয়ন্ত্রণ হয় তাহলে বায়ু সেনার সাথে একত্রিতভাবে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। তারপরই হয়তো পাকিস্তানের দিকে নজর পড়তে পারে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন