জানুন মীন লগ্ন ও তার বৈশিষ্ট গুলি কি কি

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :- মীন লগ্নের জাতক দয়া প্রবন,সামাজিক,মিশুকে,অনুভূতি প্রবন এবং উদার প্রকৃতির হয়ে থাকে। এদের নিজ গুনে যথেষ্ট সন্মান ও প্রতিষ্টা লাভ করে। এরা যে কোন অবস্থায় নিজেকে খাপ খাইয়ে নিতে পারদর্শী।

এরা কল্পনাবিলাসী,খামখেয়ালি প্রকৃতির হয়ে থাকে। এরা অলীক কল্পনা ও রোমান্টিক তা প্রিয়। এরা সৌন্দর্য প্রিয়,পৃথিবীর ভাল জিনিসের প্রতি এদের আগ্রহ বেশি। এরা ভোগী হলেও এরা ভোগ করেন একান্ত আত্মপরায়নতা নয়।এদের হুকুম চালানোর ক্ষমতা আছে তবে তার সাথে মাধুর্য মেশানো থাকে। সাহিত্য,বিজ্ঞান,কলা বিষয়ে এদের একটা বিশেষ টান থাকে।

এদের মধ্যে সমালচনার শক্তির অভাব দেখা যায় এরা ঝগড়া বা বিবাদ ভালবাসে না । আবার এদের সমালোচনায় বিশেষ ঝাঁজ দেখা যায় না।এরা সহজে রাগে না,তবে একবার রেগে গেলে সহজে শান্ত হয় না। এরা অনেক সময় প্রতিশোধ নেয় ভাল ও মন্দ যাচাই করে।

আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন

এরা ভাল বক্তা ও লেখনী শক্তি বেশ ভাল আছে। এদের ব্যাবহার ও কথাবার্তা সুন্দর বলে বিবেচিত হয়। এদের মধ্যে গোড়ামি কম লক্ষ্য করা যায়। এদের নানা বিষয়ে যোগ্যতা থাকে। এরা প্রায় নিজ চেষ্টার দ্বারা অর্থ উপার্জন উন্নতি করে থাকে।

জাতকের অনেক সময় কোন সম্ভ্রান্ত ও উচ্চ বংশীয় বন্ধু থাকতে পারে এদের দ্বারা এদের কখন ভাল আবার কখন মন্দ ঘটনা ঘটে। এদের দাম্পত্য জীবন মৃদু মন্দ কাটে।

এদের হরস্কোপে যদি গুরু ও রবি ভাল থাকে তবে জীবনে ভাল উন্নতি হয়।
এই লগ্নে জাত ব্যাক্তিরা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর,কথা শিল্পী শরৎচন্দ্র প্রমুখ।

আরো পড়ুন :- সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

————————————————————————–

জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি

চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান

বাস্তু , বিবাহ , ব্যবসা ,  শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম ,  গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

ফোন – 9735587023 ( বুকিং সময় বিকাল 5 টা থেকে রাত্রি ৮ টা)
( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন