কুয়াশা থাকলেও ফের ঊর্ধ্বমুখী বঙ্গের তাপমাত্রা, ৭ জেলায় জারি সতর্কতা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দিনের পর দিন শীতের মরশুম যেন বিলুপ্তির পথে চলেছে। তাইতো ভরা মাঘেও ঘামতে হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোজ পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। এতদিন দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ থাকলেও তাপমাত্রার পারদ আবারও ঊর্ধ্বমুখী হতে চলেছে। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারী শেষ হওয়ার আগে বিদায় নেবে শীত।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা! নতুন বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প। কী কী সুবিধে মিলবে?

আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে চলেছে। শুধু তাই নয়, এ ছাড়াও উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। সঙ্গে ঘূর্ণাবর্ত বাসা বাঁধতে চলেছে। পূর্ব বাংলাদেশ এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এ সবের জেরেই আর কামড় বসাতে পারছে না শীত। আপাতত বঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। যার দরুন সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরো পড়ুন : বিরাট ক্ষমতা পাচ্ছে LIC, নিয়মে বড়সড় বদল আনছে কেন্দ্র সরকার

অন্যদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং শুক্রবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা থাকবে। তাই ওই তিনটি জেলার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৫০ মিটারের কাছাকাছি থাকবে দৃশ্যমানতা। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও মালদা এবং জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আরো পড়ুন : জানুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়র সম্পর্কে !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন