দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা মমতার !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : যত সময় এগোচ্ছে ততই দীঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Mandir) নিয়ে সকলের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে এবার দীঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির এই মন্দির তৈরি করতে পশ্চিমবঙ্গ সরকারের কয়েক কোটি টাকা খরচ হয়েছে। এমনিতে দীঘা পরিচিত সমুদ্রের জন্য। কিন্তু একবার এই জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেলে দীঘার গুরুত্ব পর্যটকদের কাছে আরো কয়েকগুণ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। যাইহোক অবশেষে এবার জানা গেল কবে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। এই নিয়ে বড়সড় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : ১৩,৭৬২ শূন্যপদে রুরাল ডেভেলপমেন্টে চাকরি ! ২২,৭৫০ টাকা থেকে বেতন শুরু

কবে উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের?

সম্প্রতি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (বিজিবিএস) অষ্টম সংস্করণে বক্তব্য পেশ করেন তিনি। এদিন তিনি নিজের সরকারের কাজের খতিয়ান তুলে ধরা থেকে শুরু করে একগুচ্ছ ঘোষণা করেন। যার মধ্যে অন্যতম ছিল কবে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা সকলের জন্য খোলা হবে সে বিষয়ে। আপনিও কি জানতে ইচ্ছুক যে কবে দীর্ঘ প্রতীক্ষিত এই মন্দিরের দরজা সকলের জন্য খোলা হবে? তাহলে জেনে নিন ঝটপট।

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ২৯ এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অক্ষয় তৃতীয়ার ঠিক আগের দিন এই শুভ কাজ হবে। এই মন্দিরের দরজা সাধারণ পর্যটক থেকে শুরু করে জগন্নাথ দেবের ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এহেন ঘোষণাকে ঘিরে সকলের মধ্যে খুশির হাওয়া বিরাজ করছে।

মন্দির তৈরিতে ২০০ কোটি টাকা খরচ

জানা গিয়েছে, এই মন্দির তৈরী করতে সরকারের খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা মতো। এই মন্দির নিয়ে তো এমনিতেই সাধারণ মানুষের উত্তেজনা তুঙ্গে রয়েছেই।প্রায় ২২ একর জমির উপর গড়ে উঠেছে বিশাল ও বিরাট মন্দির চত্বর।

আরও পড়ুন:- নিজেদের দেশেই ব্যান আর্জেন্তিনা ফুটবল সমর্থকরা! কারণ জানলে অবাক হবেন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন