Bangla News Dunia, Pallab : হিন্দু শাস্ত্রে কথিত আছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবাদিদেব মহাদেবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলা হোক বা অন্য রাজ্য, শিবভক্তের সংখ্যা অসংখ্য। প্রতি মাসে সোমবার করে শিবের পুজো পালন করা হলেও ফাল্গুন মাসের শিবরাত্রিকে বলা হয় মহাশিবরাত্রি। ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব শিবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় মা পার্বতীর। তাই এই শুভ দিনটিকে নজরে রেখে পালিত হয় শিবরাত্রি। মনে করা হয়, শিবরাত্রির দিন শুভ তিথিতে সঠিক পুজো পদ্ধতি অবলম্বন করলেই বেশ কিছু শুভ ফল মেলে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কবে পালন করা হতে চলেছে এই বছরের শিবরাত্রি।
আরও পড়ুন :- কানে ব্যথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি চিকিৎসা
কবে পড়েছে শিবরাত্রি? Maha Shivratri 2025
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জানা গিয়েছে, চলতি বছর ২৬ ফেব্রুয়ারি, বুধবার, মহাশিবরাত্রির তিথি পড়েছে। ওইদিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি সকাল ৯ টা ৪২ মিনিট থেকে পরের দিন ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৮ টা ৩১ মিনিট অবধি থাকবে চতুর্দশ তিথি। শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীথ কাল। এই তিথিতে চার প্রহরে পুজো করা হয়। অনেকে কোনও একটি প্রহর বা চার প্রহরেই পুজো করেন। সুর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত থাকে মোট চার প্রহর। প্রতি প্রহর হয় তিন ঘণ্টা করে।
আরো পড়ুন : জানুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়র সম্পর্কে !
মহাশিবরাত্রির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিবভক্তরা। বিশ্বাস করা হয় যে, এই দিনে উপবাস পালন করে এবং আচার-অনুষ্ঠান মেনে ভগবান শিবের পূজা করলে জীবনের সমস্ত কষ্টের অবসান হয় এবং সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন অবশ্যই ভক্তদের সংযম করতে হয়।
আরও পড়ুন : মাধ্যমিক পাসে কলকাতা সিভিল কোর্টে চাকরি ! দেখুন আবেদন পদ্ধতি