রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পাশ ও স্নাতক পাশের চাকরিজীবিদের জন্য আজকে একটি ভালো চাকরির সন্ধান নিয়ে আসলাম। পশ্চিমবঙ্গ রাজ্যের সমবায় পরিষেবা কমিশনে (সহকারী, মাঠ তত্ত্বাবধায়ক) Assistant, Field Supervisor পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে কর্মরত প্রার্থীদের মাসিক স্যালারি দেওয়া হবে ৩৭ হাজার টাকা। তাহলে যেসব প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তারা অতিশীঘ্রই জেনেনিন আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদন লাস্ট ডেট, বেতন, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত।

WEBCSC Recruitment 2025: বিবরণ

পদের নাম ও সংখ্যা: এখানে সহকারী, মাঠ তত্ত্বাবধায়ক (Assistant, Field Supervisor) পদে মোট ৯২ জন কর্মী নিয়োগ হবে।

আরও পড়ুন:- 25 বছর বাদে পদ্ম ফুটছে দিল্লিতে! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়, দ্বিতীয় স্থানে কোন দল ?

যোগ্যতার বিবরণ

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদেরকে উচ্চমাধ্যমিক, বি.কম, বিএসসি ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে।

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৪০ বছর।

আবেদন কিভাবে করবেন

আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তারজন্য সর্বপ্রথম WEBCSC- এর অফিসিয়াল পোর্টালে (webcsc.org) প্রবেশ করে অ্যাপ্লিকেশন ফর্মের পেজে যেতে হবে। তারপর নির্ভুলভাবে ফর্মটি পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথিপত্র গুলো সাইজ অনুযায়ী আপলোড করতে হবে। তারপর আবেদন মুল্য প্রদান করে সাবমিট বাটনে প্রেস করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

আবেদন তারিখ: আগ্রহী প্রার্থীরা এখানে ৩১/০১/২০২৫ তারিখ থেকে ০১/০৩/২০২৫ তারিখ অব্দি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

কিভাবে নিয়োগ হবে

আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের এখানে কম্পিউটার বেসড পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট webcsc.org
আবেদন লিংক Apply online

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন:- সকালের জলখাবারে এই ৬ ধরনের খাবার খেলে অ্যাসিডিটি হতে পারে

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন