বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের পর দেশবাসীকে কি বার্তা দিলেন শেখ হাসিনা ? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বুধবারের পরে ফের বৃহস্পতিবার ভার্চুয়ালি ভাষণ শেখ হাসিনার। আওয়ামি লিগের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তিনি। বুধবার রাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার তীব্র সমালোচনা করলেন শেখ হাসিনা। বাংলাদেশে ছাত্র-জনতার নামে অকথ্য অত্যাচার করা হচ্ছে বলেও তোপ দেগেছেন তিনি।

বুধবার রাতভর হামলা চালিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে দিয়ে এ দিন শেখ হাসিনা বলেন, ‘যতদিন সূর্য-চন্দ্র উঠবে…যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর স্মৃতি থাকবে।’ বাংলাদেশে এখন যা হচ্ছে তার জন্য দেশবাসীর কাছে বিচার চেয়েছেন হাসিনা।

আরও পড়ুন:- 25 বছর বাদে পদ্ম ফুটছে দিল্লিতে! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়, দ্বিতীয় স্থানে কোন দল ?

বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল মিটিংয়ের পরেই বাংলাদেশের তরফে আপত্তি তোলা হয়েছিল। শেখ হাসিনার মিথ্যা বিবৃতি বাংলাদেশকে অস্থিতিশীল করে দিচ্ছে বলে অভিযোগ জানিয়ে দিল্লিকে একটি ‘নোট’ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকেও তলব করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই ধরনের ভাষণ বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছিল। তার মধ্যেই ফের বৃহস্পতিবার ভাষণ দিলেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার ভার্চুয়াল মিটিংয়ে আওয়ামি লিগের একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। ৫ অগাস্টের পর থেকে বাংলাদেশে আওয়ামি লিগের একাধিক নেতা-কর্মীর বাড়িতে হামলা হয়েছে, একাধিক নেতা-কর্মী খুন হয়েছেন। আক্রান্তদের সঙ্গে, নিহত নেতা-কর্মীর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। তাঁর হুঁশিয়ারি, ‘এই তাণ্ডব যারা করছে, তারা বেশিদিন টিকতে পারবে না।’ আওয়ামি লিগের কর্মীদের প্রতি তাঁর বার্তা, ‘দেশকে ধ্বংস হতে দিতে পারি না। ধৈর্য ধরো, তৈরি হও।’ পাল্টা লড়াই করার বার্তাও দিয়েছেন তিনি। ‘সব জবাব নেব, বেঁচে যখন গিয়েছি জবাব নেব’, হুঁশিয়ারি শেখ হাসিনার। অত্যাচারে আহত ও নিহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই অত্যাচারের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার বার্তাও দিয়েছেন শেখ হাসিনা।

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন:- সকালের জলখাবারে এই ৬ ধরনের খাবার খেলে অ্যাসিডিটি হতে পারে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন