ধসে গেল সুইগির শেয়ার, দাম তলানিতে, এই স্টক নিয়ে এখন কী করা উচিত?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফুড ডেলিভারি সংস্থা সুইগির শেয়ারে ধস নামল বৃহস্পতিবার। বাজার খোলার পরই ৭.৪ শতাংশ কমে সুইগির স্টকের দাম হয়েছিল ৩৮৫ টাকা। স্টক মার্কেটে লিস্টিং হওয়ার পরই এটাই সুইগির সর্বনিম্ন শেয়ার প্রাইস। বেলা ১০টা নাগাদ অবশ্য এর শেয়ার দর কিছুটা বেড়ে ৪০৭ টাকায় পৌঁছয়। এই অঙ্কও আগের দিনের ক্লোজ়িংয়ের থেকে অনেকটা কম। এখন এই সংস্থার স্টক কেনা উচিত হবে? স্টক কেনা থাকলে তা বিক্রি করে দেবেন, না ধরে রাখবেন? সুইগির শেয়ার নিয়ে কী করা উচিত, তা জানিয়েছে একাধিক ব্রোকারেজ সংস্থা।

চলতি অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টারে ক্ষতির মুখে পড়েছে সুইগির ব্যবসা। ওই ত্রৈমাসিকে কনসলিডেটেড লস ৭৯৯ কোটি টাকা। আগের বছরের তৃতীয় অর্থবর্ষেও সুইগির ৫৭৪ কোটি টাকা লস হয়েছিল। শেষ কোয়ার্টারে সেই ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। প্রফিটের মুখ না দেখতে পেলেও অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারে সুইগির রেভিনিউ ৩১ শতাংশ বেড়েছে আগের বছরের তুলনায়। থার্ড কোয়ার্টারের এ রকম রেজ়াল্টের জন্যই সুইগির শেয়ারের পতন এত গভীর হয়েছে বলে মত বাজার বিশেষজ্ঞদের। গত এক মাসে এই সংস্থার শেয়ার দর ২৪ শতাংশের বেশি কমেছে।

আরও পড়ুন:- 25 বছর বাদে পদ্ম ফুটছে দিল্লিতে! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়, দ্বিতীয় স্থানে কোন দল ?

এই পরিস্থিতিতে সুইগির স্টক কেনা উচিত, না বিক্রি করে দেওয়া উচিত, তা নিয়ে লগ্নিকারীদের মনে প্রশ্ন ঘুরছে। ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ইউবিএস যদিও সুইটির স্টকে ‘Buy’ রেটিং দিয়েছে। এর জন্য টার্গেট প্রাইস রেখেছে ৫১৫ টাকা। ব্রোকারেজ সংস্থা ম্যাকুয়ারি সুইগির শেয়ারের রেটিং দিয়েছে ‘underperform’। এই শেয়ারের টার্গেট প্রাইস রেখেছে ৩২৫ টাকা। এই ব্রোকারেজ সংস্থা মনে করছে সুইগির শেয়ার এখন প্রবল চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। বাজারে প্রতিযোগিতা এবং ব্যবসার এক্সপ্যানসনের কারণেই সুইগির শেয়ার দরে প্রভাব পড়েছে বলে মত এই সংস্থার। অন্য ফিনান্সিয়াল ফার্ম নভুমা মনে করছে এখন চাপ থাকলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাবে।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন:- সকালের জলখাবারে এই ৬ ধরনের খাবার খেলে অ্যাসিডিটি হতে পারে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন