ফের জোড়া ঘূর্ণাবর্তের চোখরাঙানি, বদলে যাবে জেলা গুলির তাপমাত্রা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : শীত যেন ধীরে ধীরে গুটি গুটি পায়ে বাংলা থেকে বিদায় নিচ্ছে। সকলের দিকের ঘন কুয়াশা ও ঠান্ডা থাকলেও তা বেলা বাড়তে না বাড়তেই বিদায় নিচ্ছে। রাস্তায় এখন একটি হাঁটাচলা করলেই কার্যত কালঘাম ছুটে যাচ্ছে সাধারণ মানুষের। তাহলে কি পাকাপাকিভাবে সত্যিই বাংলা থেকে পাত্তারি গুটিয়ে ফেলল শীত? এই বিষয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ শুক্রবারই বা কেমন থাকবে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক।

একটি পশ্চিমী ঝঞ্ঝা দেশের পশ্চিমাঞ্চলে প্রবেশ করেছে এবং আরেকটি ৮ ফেব্রুয়ারি প্রবেশ করবে। বাংলাদেশ ও ভারতের রাজস্থানে দুটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সেইসঙ্গে পূর্ব বাংলাদেশ এবং আসামে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এই মৌসুমে বারবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে ঠান্ডা হাওয়া বিঘ্নিত হয়েছে। যদিও শুক্রবার কেমন থাকবে বাংলার আবহাওয়া তা জেনে নিন ঝটপট।

আরো পড়ুন : দ্বাদশ পাসেই রেলে চাকরি ! ১১,২০০-র বেশি পোস্টে TC নিয়োগের বিজ্ঞপ্তি জারি

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রাও ওঠানামা করতে পারে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার পারদ হ্রাস পাবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। শুক্রবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো বেশ কয়েকটি জেলাতে শীত ও কুয়াশার দাপট থাকবে।

আগামীকালের আবহাওয়া

শনিবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। কুয়াশা থাকবে জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আগামী সপ্তাহের সোমবার থেকে ফের বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা। ১১ ফেব্রুয়ারির পর শীতের অনুভূতি কেটে যাবে। ভারতীয় আবহাওয়া বিভাগ ইতিমধ্যে পূর্বাভাস দিয়েছে যে ফেব্রুয়ারি মাসে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে উষ্ণ এবং শুষ্ক হবে, কিছু অঞ্চল বাদে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন