SIP-তে টাকা বিনিয়োগ করে নিমেষেই হবেন কোটিপতি। কিভাবে? জেনে নিন সিক্রেট

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- টাকা বিনিয়োগ (Investment) করে বড়লোক হতে কে না চান। আসলে বর্তমানে সবাই সঞ্চয় নিয়ে চিন্তিত থাকেন। বিভিন্ন সঞ্চয় প্রকল্পের দিকে নজর রাখেন, যেখানে টাকা জমালে কম সময়ের মধ্যে বেশি লভ্যাংশ পাওয়া যায়। আর সেখান থেকেই এসআইপি (SIP)-তে বিনিয়োগের আগ্রহ বাড়ে জনতার। তবে কোটিপতি হতে হলে জেনে নেওয়া দরকার বিশেষ সিক্রেট।

Money Investment Tricks In SIP

আপনিও যদি সঞ্চয় নিয়ে চিন্তাভাবনা করে থাকেন আপনিও যদি নিজের টাকাকে সঠিক পথে নিয়ে যেতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো বিকল্প হল এসআইপি। এটি আপনার জন্য খুব ভালো একটি বিনিয়োগ পথ হতে পারে। আপনি যদি সঠিক পরামর্শ মেনে এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে নির্দিষ্ট সময় পর আপনার হাতে ভাল রিটার্ন আসবেই। মনে করুন আপনি মাসে ৯ হাজার টাকা যদি এসআইপিতে বিনিয়োগ করতে পারছেন। তাহলে সেখান থেকেও আপনি নিমেষে হতে পারেন কোটিপতি।

আরও পড়ুন:- ১০ সেকেন্ডের একটা ব্যায়ামই সারিয়ে দেবে শিরদাঁড়া থেকে কোমরের ব্যথা

SIP থেকে বিনিয়োগ করার উপায়!

ব্যাংক এবং পোস্ট অফিস বাদ দিয়েও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে অল্প সময়ের জন্য টাকাকে দ্বিগুণ করা যায় তা কমবেশি সবার জানা। তবে অনেকে টিপস সঠিকভাবে জানেন না। আর তার জন্য এসআইপি বিনিয়োগ সংক্রান্ত তথ্যগুলি জানা দরকার। আসলে সবার আগে আপনাকে জানতে হবে এসআইপি কাকে বলে। SIP হলো একটি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। যদিও একে আবার অনেকে মিউচুয়াল ফান্ড হিসাবেও বলে থাকে। একজন ব্যক্তি এখানে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, কিংবা তিনমাস অন্তর বা বছরে একবারও বিনিয়োগ করতে পারেন।

SIP-তে বিনিয়োগ করার সুবিধা কী কী?

এখন প্রশ্ন হল, আপনি কেন এসআইপি (SIP)-তে বিনিয়োগ করবেন। একজন বিনিয়োগকারী খুব কম টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। মাত্র ১০০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারবেন।আর এখানেই পাবেন দারুন লভ্যাংশ। আসলে যে হারে এখানে সুদ প্রদান করা হয়, তার উপরেই আপনার লাভের পরিমাণ বেড়ে যাবে। ২৫ বছর বয়স হলেই মাসে ৫ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারবেন।

২০ বছর ধরে বিনিয়োগ করলে মোট বিনিয়োগের পরিমান হবে ১২ লক্ষ টাকা। এরপর যদি আপনি ১২ শতাংশ করে সুদ সে পায় তাহলে সে হাতে পাবে ৫০ লক্ষ টাকা। আর যদি আপনি মাসে ১৮ হাজার টাকা করে বিনিয়োগ করলে সুদের হার পাবেন ১২ শতাংশ করে। মাসে ৯ হাজার টাকা বিনিয়োগ করলে ৪০ বছর পর ১০ কোটি টাকার মালিক হবেন আপনি।

আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন