অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, কি অভিযোগ তার বিরুদ্ধে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

sonu sudh

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বড় বিপদে অভিনেতা সোনু সুদ। প্রতারণার একটি মামলায় বারবার সমন পাঠানো সত্ত্বেও অভিনেতা আদালতে সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় লুধিয়ানা আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে। অভিনেতার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছেন ওই আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর।

লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন মোহিত শুক্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আইনজীবীর অভিযোগ, মোহিত শুক্লা তাঁকে ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ টাকা লগ্নি করতে প্রলুব্ধ করেন। ১০ লক্ষ টাকার জালিয়াতির মামলা দায়ের করেন ওই আইনজীবী। আইনজীবী রাজেশ খান্নার তরফে এই মামলায় সোনু সুদকে একজন সাক্ষী হিসেবে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়। তবে একাধিক তলব সত্ত্বেও সোনু হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:- ১০ সেকেন্ডের একটা ব্যায়ামই সারিয়ে দেবে শিরদাঁড়া থেকে কোমরের ব্যথা

আদালত সোনুর বিরুদ্ধে গ্রেপ্তারের যে পরোয়ানা জারি করেছে, তাতে বলা হয়েছে, ‘সোনু সুদ, যাঁর ঠিকানা ৬০৫/৬০৬, কাসাব্লাঙ্কা অ্যাপার্টমেন্ট, তাঁকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং আইনিভাবে তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হল।’ওই পরোয়ানা মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা থানায় পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। এই বিষয়ে এখনও পর্যন্ত সোনু সুদ বা তাঁর টিমের তরফে কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন