Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- আমাদের মনের গভীরে গেঁথে থাকা বিভিন্ন চিন্তা আমাদের ঘুমের সময় আমাদের সাব – কনসিয়াস মস্তিস্ক থেকে বেরিয়ে এসে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। যার ফলে আমরা স্বপ্ন দেখে থাকি। এক কথায় আমরা নিত্য দিনে যেই সব কথা বলি বা চিন্তা ভাবনা করি সেই সবই ঘুমের মধ্যে স্বপ্ন হিসাবে প্রকাশ পায়। জ্যোতিষ মতে এই স্বপ্ন গুলি অত্যান্ত সৌভাগ্যের। এই বিশেষ ফলের স্বপ্ন গুলি সৌভাগ্যের বার্তা দেয়।
আরো পড়ুন :- টোটকা : রবিবার এই সহজ কাজটি করলে আপনি সহজেই হতে পারেন ধনপতি
পেয়ারার স্বপ্ন :- স্বপ্নে পেয়ারা দেখা বা পেয়ারা খাওয়া অত্যান্ত শুভ বলে মনে হয়। স্বপ্নে পেয়ারা দেখলে সম্পর্ক মজবুত হয়। সম্পর্কের সমস্ত কলহ কেটে যায়।
কলা :- স্বপ্নে কলা দেখা মানে আপনার যৌন জীবনের সুখ বৃদ্ধি পাবে। এছাড়া ও সন্তান জন্মানোর সাথে কলা খাওয়ার স্বপ্ন দেখার যোগ রয়েছে।
কমলালেবু :- আপনি যদি স্বপ্নে দেখেন আপনি কমলালেবু খাচ্ছেন , জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আপনি খুব তাড়াতাড়ি সমাজের একটি বড় পদের দায়িত্ব পেতে চলেছেন। যারা চাকরি করেন তাদের পদোন্নতির সম্বাভনা থাকে।
আনারস :- স্বপ্নে আনারস খাচ্ছেন দেখা মানে এখন থেকে আপনি যেই কাজ করবেন তা আপনার পক্ষেই হবে। অথাৎ এতদিন অনেক কাজ করেছেন এখন ফল ভোগ করবেন।
বেদনা :- স্বপ্নে বেদনা দেখা খুবই শুভ। বিশেষ করে আর্থিক দিক থেকে। এতদিন আপনার সময় খারাপ চলছে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনার সময় ঘুরতে চলেছে।
আঙুর :- স্বপ্নে আঙুর দেখা খুবই শুভ। এটি আমাদের স্বাস্থ্যের উন্নতির বার্তাদের। এছাড়া আপনার বাজে সময় কেটে ভালো সময় আসতে চলেছে। বাজে সময় শেষের বার্তা দেয় আঙুর।
আরো পড়ুন :- বিবাহিত জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পেতে পালন করুন এই টোটকা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————-
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)