শনি-রবি ফের ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়, কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন, রইলো তালিকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের ট্রেন বাতিল শিয়ালদহ সেকশনে। সপ্তাহান্তে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। ৮ ফেব্রুয়ারি রাত ১০.১৫ থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত। প্রায় ৯ ঘণ্টা ৪৫ মিনিট ডায়মন্ড হারবার শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ডায়মন্ড হারবার শাখার বাসুলডাঙা স্টেশনে ফুট ওভার ব্রিজের গার্ডার স্থাপন করার জন্যেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

কী কী ট্রেন বাতিল?

শনিবার (৮ ফেব্রুয়ারি) বাতিল থাকছে আপ শিয়ালদহ- ডায়মন্ড হারবার ৩৪৮৫৭ লোকাল, ডাউন ৩৪৮৬০, ৩৪৮৫৬ লোকাল ট্রেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ডায়মন্ড হারবার – শিয়ালদহ আপ ৩৪৮১৩, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ লোকাল এবং ডাউন ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০ লোকাল। সোনারপুর -ডায়মন্ড হারবার ডাউন ৩৪৮৮২, ডায়মন্ড হারবার – বারুইপুর আপ ৩৪৮৯১ বাতিল করা হয়েছে।

কোন ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা?

১) ৩৪৮৫৪ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল ৮ ফেব্রুয়ারি মগরাহাট পর্যন্ত যাবে। আপ ৩৪৮৫৯ আপ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৮ ফেব্রুয়ারি মগরাহাট থেকে ছাড়বে।

২) ৩৪৮৫৮ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল ৮ ফেব্রুয়ারি বারুইপুর পর্যন্ত যাবে। ৩৪৮১১ আপ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ ফেব্রুয়ারি বারুইপুর থেকে ছাড়বে।

৩) ৩৪৮১৪ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল ৯ ফেব্রুয়ারি মগরাহাট পর্যন্ত যাবে। ৩৪৮১৯ আপ ডায়মন্ড হারবার -শিয়ালদহ লোকাল ৯ ফেব্রুয়ারি মগরাহাট থেকে ছাড়বে।

৪) ৩৪৮১৬ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল ৯ ফেব্রুয়ারি মগারহাট পর্যন্ত যাবে। ৩৪৮২১ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ৯ ফেব্রুয়ারি মগরাহাট থেকে যাত্রা শুরু করবে।

আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন