Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণনীতি কমিটি। প্রায় পাঁচ বছর পর রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল আরবিআই। এর জেরে রেপো রেট ৬.৫০ শতাংশ থেকে কমে হলো ৬.২৫ শতাংশ। রেপো রেট কমার জেরে দেশের বাজার চাঙ্গা হবে বলে মত শেয়ার বিশেষজ্ঞদের। যদিও এই ঘোষণার পর সেনসেক্স ও নিফটি৫০-তে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। আগের দিনের ক্লোজ়িংয়ের থেকে সেনসেক্স ০.২৬ শতাংশ এবং নিফটি ০.১৮ শতাংশ কম রয়েছে বেলা ১টার সময়।
বাজার বিশেষজ্ঞদের মতে, আরবিআই-এর এই পদক্ষেপ অটোমোবাইল, রিয়েলটি, কনজ়িউমার ডিউরেবলস এবং ব্যাঙ্কিং সেক্টরে পজ়িটিভ প্রভাব ফেলবে। সে জন্য এই সমস্ত সেক্টরের ১৫টি স্টক কিনতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেখে নিন কোন কোন সংস্থার শেয়ার রইল সেই তালিকায়।
রেপো রেট কম হওয়ায় কার লোনের খরচ কমবে বলে আশা বিশ্লেষকদের। এর জেরে এই সেক্টরের বিক্রি বাড়তে পারে। তাই অটোমোবাইল সেক্টরের স্টকে নজর রাখতে বলছেন বিশেষজ্ঞরা। মারুতি সুজ়ুকি-র মতো বড় সংস্থার স্টক যেমন কিনতে পারেন, তেমনই রিকো অটো, জেবিএম অটো, ফিয়েম ইন্ডাস্ট্রি-র মতো অটো সেক্টরের ভেন্ডর কোম্পানির স্টকেও নজর রাখুন।
ব্যাঙ্কিং সেক্টরের একাধিক স্টক কিনতেও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর মধ্য রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-এর মতো দেশের প্রথম সারির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এর পাশাপাশি বাজাজ ফিনান্স-এর মতো নন-ব্যাঙ্কিং ফিনান্স সংস্থার স্টকেও নজর রাখতে পারেন।
ওবেরয় রিয়েলটি, শোভা-র মতো রিয়েলটি সেক্টরের স্টকগুলিতেও নজর রাখতে পারেন। ভি-গার্ড, হ্যাভেলস ইন্ডিয়া, ওয়ার্লপুল-এর মতো কনজিউ়মার ডিউরেবলস সেক্টরের স্টকও কিনতে পারেন।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন
আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত