Bangla News Dunia, Pallab : হোমিওপ্যাথি চিকিৎসার ম্যাজিক যা সুস্থ করবে বহু রোগী —–
অ্যাকোনাইট: হঠাৎ ঠান্ডা লেগে নাক দিয়ে জল ঝরা, হালকা জ্বর, বুকে চাপ বোধ, গলায় অস্বস্তি এবং জল তেষ্টা পাওয়া, দুশ্চিন্তায় ভোগার সমস্যা থাকলে এই ওষুধ ভালো কাজ করে।
আরও পড়ুন :- কানে ব্যথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি চিকিৎসা
আর্সেনিক: শীতকালে দেখা যায় রাত্রিবেলা রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, ঘুম থেকে উঠে বসে থাকতে হচ্ছে। এমন ক্ষেত্রে রোগীকে আর্সেনিক ওষুধটি দিলে খুব ভালো কাজ হয়। ডাস্ট অ্যালার্জি যাঁদের আছে, তাঁরা এই সময় সতর্ক থাকুন। তাঁরা নিন অ্যালিয়াম সিপা।
ক্যালি মিউর এবং ফেরাম ফস: বাচ্চাদের চট করে সর্দি বুকে বসে গেলে একবার ক্যালি মিউর আর একবার ফেরাম ফসের চারটে করে ট্যাবলেট দিনে দু’বার দিলে ভালো কাজ হয়। নিউমোনিয়ার পরিস্থিতি এড়াতে ভালো কাজ করে ওষুধ দু’টি।
ব্রায়োনিয়া: শীতকালে ঠান্ডা লেগে জ্বর হলে, জলতেষ্টা খুব বেশি পেলে, স্টুল খুব শক্ত হলে ভালো কাজ করে।
স্পঞ্জিয়া: বুকে সর্দি বসে গিয়ে সাঁই সাঁই শব্দ হলে সেক্ষেত্রে রোগীকে স্পঞ্জিয়া দিলে খুব ভালো কাজ হয়।
আরও পড়ুন : মাধ্যমিক পাসে কলকাতা সিভিল কোর্টে চাকরি ! দেখুন আবেদন পদ্ধতি