পোস্ট অফিসে 65,200 পদে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

post office

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পোস্ট অফিসে নতুন করে নিয়োগ (Post Office Recruitment) শুরু হল। সাধারণত সারা বছর পোস্ট অফিসের কোনো না কোনো পদে নিয়োগ চলে। আর এবার নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে যে, গ্রামীণ ডাক সেবক পদে শুরু হচ্ছে নিয়োগ। যারা আবেদন জানাতে চান, তাঁরা সরাসরি আবেদন জমা করুন অনলাইন মারফত। আবেদনের যোগ্যতা-সহ অন্যান্য বিবরণ উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Post Office Recruitment 2025

১) ভ্যাকেন্সি ডিটেলস

পোস্ট অফিসে নতুন করে কর্মী নিয়োগ হচ্ছে। এবার গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করছে ইন্ডিয়ান পোস্ট অফিস। মোট শূন্যপদের সংখ্যা হল ৬৫২০০ টি। আগ্রহী প্রার্থীদের অবশ্যই হতে হবে মাধ্যমিক পাশ। এছাড়াও বেশ কিছু যোগ্যতা থাকা বাঞ্ছনীয়। আসুন পোস্ট অফিসে চাকরির ডিটেলস জেনে নেওয়া যাক।

২) শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন জানাতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে? সেই সকল প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে কোনো সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। এছাড়াও প্রার্থীদের স্থানীয় ভাষায় সাবলীল হতে হবে। এর পাশাপাশি, প্রার্থীদের কম্পিউটার বেসিক জ্ঞান বাধ্যতামূলক। এছাড়াও যারা আবেদনকারী প্রার্থী তাঁদের সাইকেল চালানো জানতে হবে।

আরও পড়ুন:- ১০ সেকেন্ডের একটা ব্যায়ামই সারিয়ে দেবে শিরদাঁড়া থেকে কোমরের ব্যথা

৩) বয়সসীমা

যে সকল প্রার্থীরা পোস্ট অফিসের নতুন নিয়োগের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন জানাতে চান, সেই সকল প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে। এখানে সর্বোচ্চ ৪০ বছর বয়স আবেদন করা যাবে। পাশাপাশি, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যারা এসটি, এসসি প্রার্থী তাঁরা পাঁচ বছরের ও ওবিসি প্রার্থীরা তিন বছরের এবং পি ডব্লিউ ডি প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবেন।

৪) আবেদন পদ্ধতি

এই নিয়োগের আবেদন জানাতে হলে আপনাকে ভিজিট করতে হবে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর সেখানে থাকা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনারা নিজের নাম, ডেট অফ বার্থ এবং ইমেইল আইডি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন। তারপর রেজিস্ট্রেশন হয়ে গেলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

তারপর আপনারা পুরো ফর্ম যথাযথ তথ্য দিয়ে পূরণ করুন। এর পরের ধাপে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন। এবার সাবমিট করার আগে ভালোভাবে সমস্ত তথ্যগুলি মিলিয়ে নিন। সাবমিট করার পর জমা করতে হবে আবেদন ফি। এরপর আবেদনপত্রটি ডাউনলোড করে তার একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন।

৫) নিয়োগ প্রক্রিয়া

চাকরিপ্রার্থীরা জেনে নিন, গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের ক্ষেত্রে কোন আলাদা করে কোন পরীক্ষা নেওয়া হবে না। আপনাদের আবেদন করার পর তার নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি হবে। সেখানে যাদের নাম আগের দিকে থাকবে, তাঁদের আলাদা করে ডেকে নথি ভেরিফিকেশন করা হবে। কিছু ক্ষেত্রে প্রার্থীদের মেডিকেল ফিটনেস টেস্ট নেওয়া হবে। আর তারপর ওই প্রার্থীদের নিয়োগ করা হবে নির্দিষ্ট পদে।

৬) সময়সীমা

চাকরিপ্রার্থীরা জেনে রাখুন, আবেদন জমা নেওয়া হবে আগামী মার্চ মাসের ৩ তারিখ থেকে যা চলবে আগামী ২৮ শে মার্চ পর্যন্ত।

 

আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন