Bangla News Dunia, Pallab : সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে চাকরি পেলেন রাজ্যের 7 জন যুবক-যুবতী। এতদিন পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি নানারকম প্রকল্পের সুবিধা দিত রাজ্য সরকার। কিন্তু চলতি বছরের প্রথম দুয়ারে সরকার ক্যাম্প নজর কেড়ে নিল সবার। কেননা এই ক্যাম্পের মাধ্যমেই চাকরি পেল রাজ্যের 7 জন বেকার যুবক-যুবতী।
এখন সবার মনে একটাই প্রশ্ন যে কিভাবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে চাকরি পাওয়া যায় ? তবে চিন্তার কোনো কারণ নেই । কেননা আমরা এই প্রতিবেদনে দুয়ারী সরকার ক্যাম্পের মাধ্যমে এই চাকরির ব্যাপারটার যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি। যেটা পড়ে আপনারা সমস্ত বিষয়টা খুব সহজেই বুঝে যাবেন। চলুন থাক দেখে নিন সমস্ত ব্যাপারটা।
আরও পড়ুন:- রেপো রেট কমতেই কোন কোন সেক্টরের স্টকে বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের ? দেখুন তালিকা
দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্য চাকরি 7 জন যুবক যুবতীর :
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্পের সুবিধা এনে দেওয়া হয়েছে। তবে এই সমস্ত প্রকল্পগুলির খবর গ্রামে বসবাসকারী বেশিরভাগ মানুষেরা পান না। আর এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ক্যাম্পের সূচনা করেছিলেন।
চলতি বছরের 24শে মার্চ থেকে 1লা ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যের বেশিরভাগ মানুষের কাছে রাজ্য সরকারের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া ছিল মুখ্যমন্ত্রীর প্রধান উদ্দেশ্য। তবে মুখ্যমন্ত্রীর এই লক্ষ্য পূরণের পাশাপাশি পশ্চিমবঙ্গের আরামবাগ এলাকায় আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্প নজর কেড়ে নিল সবার
কেননা রাজ্যে বর্তমানে বেকারত্ব দিন দিন এত পরিমান বাড়ছে যে সে কথা বলাই দায় হয়ে পড়েছে। আর এই সমস্ত কারণের কথা মাথায় রেখেই আরামবাগে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সেখানকার মোট 7 জন যুবক যুবতীকে বিভিন্ন রকম পদে চাকরি দেওয়া হল। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেই এই নিয়োগের পত্র যোগ্য চাকরি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে চাকরি পেয়ে সেই 7 জন যুবক যুবতী অত্যন্ত খুশি হয়েছেন এবং খুশি হয়েছেন ওখানকার স্থানীয় মানুষেরাও। এখন প্রশ্ন হচ্ছে এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন । তাহলে সেই বিষয়টা এবার দেখে নিন ।
কিভাবে আবেদন করবেন এখানে ?
আরামবাগ এলাকায় যে 7 জন জীবন যুবতীকে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে, তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের নাম নথিভুক্ত করেছিল অনেক আগে থেকেই। তাহলে আবেদন পদ্ধতি বলতে গেলে এখানে আপনাকে সবার আগে নিজের নিকটবর্তী এমপ্লয়মেন্ট চেঞ্জ ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করে রাখতে হবে।