মহিলা কামরায় অন্তঃসত্ত্বাকে যৌন নির্যাতন, চলন্ত ট্রেন থেকে ধাক্কা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ট্রেন সফরে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন অন্তঃসত্ত্বা এক মহিলা। তামিলনাড়ুতে চলন্ত ট্রেনের ফাঁকা কামরার মধ্যে ওই মহিলাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আক্রান্ত মহিলা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

আরও পড়ুন:- ১০ সেকেন্ডের একটা ব্যায়ামই সারিয়ে দেবে শিরদাঁড়া থেকে কোমরের ব্যথা

সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, জোলারপেট রেল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের চিত্তুরের বাসিন্দা ওই অন্তঃসত্ত্বা মহিলা কোয়েম্বাত্তুর-তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেসের মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় উঠেছিলেন। সেখানেই তাঁকে এমন ঘটনার সামনে পড়তে হয়। অভিযোগ, জোলারপেট স্টেশন থেকে ট্রেনের মহিলা কামরায় ওঠে অভিযুক্ত যুবক। সেই সময়ে কামরায় ওই মহিলা ছাড়া আর কেউ ছিলেন না। যুবককে উঠতে দেখে প্রতিবাদ করেছিলেন ওই মহিলা। সেই সময়ে অভিযুক্ত যুবক জানিয়েছিল, বাধ্য হয়ে মহিলা কামরায় সে উঠে পড়েছে, পরের স্টেশনেই নেমে যাবে। কিন্তু কিছুক্ষণ পরেই অন্তঃসত্ত্বা মহিলাকে যৌন নির্যাতন করার চেষ্টা করে ওই যুবক। নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে কামরার শৌচাগারে যাওয়ার চেষ্টা করেছিলেন ওই মহিলা। কিন্তু তার আগেই তাঁকে ধরে ফেলে ওই যুবক। ধস্তাধস্তির মাঝে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ওই মহিলাকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

পরে রেললাইনের পাশ থেকে ওই মহিলাকে উদ্ধার করা হয়। হাত ও পায়ে গুরুতর চোট রয়েছে তাঁর। ভেলোরের একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই মহিলা। এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে জোলারপেট থানার পুলিশ। রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় অভিযুক্ত যুবককে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, চেন্নাইয়ে এক মহিলাকে খুন করার মামলায় সম্প্রতি জামিন পেয়েছে ওই যুবক। তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে।

আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন