Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একদিকে বাংলাদেশ যখন ভারত-বিরোধিতার জিগিরে জ্বলছে, তখনই কাশ্মীরে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষে জড়াল ভারতীয় সেনা। ৪ ফেব্রুয়ারির গভীর রাত থেকে ৫ ফেব্রুয়ারির ভোরের মধ্যে LOC-দিয়ে সাত জন পাক অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করে। গুলি বিনিময়ের জেরে ওই সাতজনকেই নিকেশ করেছে ভারতীয় সেনা। ওই সাত জনের মধ্যে ২-৩ জন পাকিস্তানের সেনা বলে জানিয়েছে ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে এই ঘটনা ঘটেছে।
পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (BAT) নিয়ন্ত্রণরেখা পেরোতে বিশেষভাবে প্রশিক্ষিত। এই দলের তরফেই ভারতের একটি ফরোয়ার্ড পোস্টে হামলা করা হয়। সেই সময়েই পাল্টা হামলা চালিয়ে অনুপ্রবেশকারীদের নিকেশ করে ভারতীয় সেনা। অনুপ্রবেশকারীদের মধ্যে কয়েকজন পাক সেনার সদস্য, বাকিরা জঙ্গি সংগঠন আল-বদর-এর সদস্য বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:- ১০ সেকেন্ডের একটা ব্যায়ামই সারিয়ে দেবে শিরদাঁড়া থেকে কোমরের ব্যথা
সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তাঁরা কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। সেই সময়েই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আলোচনাসভা করেছে জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তইবার মতো ভারতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন, সেখানে আমন্ত্রিত ছিল হামাসের নেতাও। অন্যদিকে নিয়ন্ত্রণরেখা দিয়ে অনুপ্রবেশের ঘটনাও ঘটল।
ভারত বরাবরই বলে এসেছে জম্মু, কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। সন্ত্রাসের রাস্তা থেকে সরে এলে তবেই পাকিস্তানের সঙ্গে আলোচনা সম্ভব বলেও স্পষ্ট জানিয়ে এসেছে ভারত। কিন্তু সম্প্রতি জম্মুর একাধিক এলাকায় পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। নিহতের তালিকায় রয়েছেন সাধারণ বাসিন্দা থেকে শুরু নিরাপত্তাকর্মী অনেকেই।