Bangla News Dunia, Pallab : UPSC পরীক্ষা ছাড়াই কীভাবে IAS হওয়া যায়? এমন প্রশ্ন পরীক্ষার্থীদের সরল মনে উদয় হয় বহুবার। তবে মনের গভীরে তৈরি হওয়া প্রশ্নকে মদত দিয়ে তা প্রকাশ্যে আনলেও সব সময় ধরা দেয় না উত্তর। ভারতের সর্বোচ্চ প্রশাসনিক পদগুলির মধ্যে অন্যতম পদে বসতে হলে যথেষ্ট কাঠখড় পোয়াতে হয় পড়ুয়াদের। অনেকেই সেই পথে বহুদূর হেঁটে শেষ পর্যন্ত ফিরে আসেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি, UPSC পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও IAS হওয়া সম্ভব। কীভাবে? রইল সেই কঠিন প্রশ্নের সহজ উত্তর।
আরও পড়ুন : ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার ৩০০০ টাকা, বড় ঘোষণা শুভেন্দুর !
UPSC উত্তীর্ণ না হয়েও IAS হওয়া সম্ভব!
ভারতের বেশিরভাগ গুণী পড়ুয়াদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি একজন IAS অফিসার হওয়ার স্বপ্ন সবচেয়ে বেশি বিদ্যমান। আর সেই স্বপ্নকে সঙ্গী করেই ভঙ্গুর পথ ধরে হাঁটতে শুরু করেন দেশের লাখ লাখ শিক্ষার্থী। তবে শেষ পর্যন্ত সময়ের সাথে পাল্লা দিয়ে নিজের দক্ষতার শেষ পরীক্ষাটিতে উত্তীর্ণ হয়ে IAS তকমা পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য। এহেন পরিস্থিতিতে UPSC-র দৌঁড়ে অসফল শিক্ষার্থীরা নিজের সমস্ত স্বপ্ন হারিয়ে একেবারে ভেঙে পড়েন।
কেননা, তাঁদের বেশিরভাগই জানেন না, UPSC ছাড়াও ভিন্ন পথে IAS অফিসার হওয়ার রাস্তা। চলুন জেনে নেওয়া যাক কোন উপায়ে IAS উত্তীর্ণ না হয়েও IAS হওয়া যাবে। UPSC পরীক্ষা ছাড়া IAS হওয়ার মূলত দুটি উপায় রয়েছে। প্রথমটি হলো একজন পরীক্ষার্থী রাজ্য সিভিল সার্ভিস অর্থাৎ PSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IAS হতে পারেন। অন্যটি সিভিল সার্ভিসে ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে। কীভাবে? বিস্তারিত আলোচনা রয়েছে নিচের প্যারা গুলিতে।
কীভাবে একজন PCS অফিসার IAS হতে পারবেন?
প্রথমে রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষা যেমন UPPSC বা MPPSC কিংবা WBPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে SDM পদে বসতে হবে। সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে SDM হওয়ার পর সেই পদে কমপক্ষে 12 থেকে 15 বছর চাকরি করার পর একজন উচ্চ পদস্থ অফিসারের IAS ক্যাডারে পদোন্নতি হতে পারে। তবে, 1955 সালের ভারতীয় প্রশাসনিক পরিষেবা প্রবিধান অনুসারে 8 বছর চাকরির পর একজন SDM IAS অফিসার হতে পারেন।
আরও পড়ুন : কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম, দ্বাদশ পাশে কর্মী নিয়োগ চলছে! চাকরি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে
এই পদোন্নতির জন্য রাজ্যের মুখ্য সচিব, রাজস্ব বিভাগের প্রধান কর্মকর্তা, IAS ক্যাডারদের উচ্চ আধিকারিকসহ সরকারের অন্যান্য বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এছাড়াও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সমমর্যাদা যুক্ত একজন অফিসার এই কমিটিতে থাকেন। এই কমিটি কেন্দ্রীয় সরকারের কাছে যোগ্য প্রার্থীদের নাম পাঠানোর পরই দীর্ঘ কাটাছেঁড়া ও বার্ষিক গোপনীয় প্রতিবেদনের মাধ্যমে বিশ্লেষণের দৌলতে IAS ক্যাডার বেছে নেওয়া হয়।
ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে কীভাবে IAS হওয়া যায়?
সিভিল সার্ভিসের ল্যাটেরাল এন্ট্রি হলো একটি স্কিম। যার দৌলতে 3 পর্যায়ের UPSC পরীক্ষা না দিয়েই যুগ্ম পরিচালক বা সচিব স্তরের মাধ্যমে IAS নিয়োগ করা হয়। এই পদ্ধতিতে আবেদন করতে হলে যেকোনও রেজিস্ট্রেশনপ্রাপ্ত বেসরকারি সংস্থায় কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন : লিভারের অসুখের ঝুঁকি কমাতে এই অভ্যাসগুলি থেকে দূরে থাকতে হবে
আরো পড়ুন : কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর পদের দাবিদার হিসেবে কারা লাইনে আছেন, দেখে নিন