বাংলাদেশের চিঠির কড়া উত্তর, হাসিনাকে নিয়ে অবস্থান কী? সাফ জানাল ভারত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

modi and bangladesh

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ভিডিয়ো বার্তা নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ভারতকে পদক্ষেপ করার দাবি জানিয়ে বাংলাদেশে কর্মরত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকেও পাঠিয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে তার জবাব দিল ভারত।

ভারতের বিদেশ মন্ত্রক শুক্রবার বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মহম্মদ নুরাল ইসলামকে ডেকে পাঠায়। বাংলাদেশের মন্তব্য নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে ভারতের তরফে। বিদেশ মন্ত্রক থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক এবং পারস্পরিক উপকারের ভিত্তির উপর তৈরি সম্পর্ক চায়। সম্প্রতি উচ্চ-পর্যায়ের নানা মিটিংয়ে সেটা বারবার বলা হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে যে, সাম্প্রতিককালে বাংলাদেশের তরফে যে যে মন্তব্য করা হয়েছে তাতে ভারতকে খারাপভাবে দেখানো হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দায়ী করা হয়েছে।

আরও পড়ুন:- ১০ সেকেন্ডের একটা ব্যায়ামই সারিয়ে দেবে শিরদাঁড়া থেকে কোমরের ব্যথা

বাংলাদেশে অভ্যুত্থানের পরে গত বছরের ৫ অগস্ট সে দেশ ছাড়েন শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেন তিনি। সম্প্রতি পরপর ২দিন আওয়ামি লিগের ফেসবুক পেজে লাইভে এসে বার্তা দিয়েছেন শেখ হাসিনা। তা নিয়েই আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের সরকারের দাবি ছিল, শেখ হাসিনা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। ভারত সরকার যেন হাসিনাকে বক্তব্য রাখতে না দেন, সেই দাবিও করা হয়েছিল। সেই প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, ‘শেখ হাসিনা যা বলেছেন তা নিজের জায়গা থেকে বলেছেন। তাতে ভারতের কোনও ভূমিকা নেই। এর সঙ্গে ভারতের অবস্থান মিলিয়ে দিলে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও উন্নতি হবে না।’

ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন শেখ হাসিনা। সে দেশে হয়ে চলা অরাজকতা এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। বাংলাদেশের এমন পরিস্থিতিতে যাতে সেই দেশের সাধারণ মানুষ রুখে দাঁড়ায় সেই বার্তাও দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন