ট্রেনে শৌচাগারের ‘জেট স্প্রে’ দিয়ে ধোয়া হচ্ছে চায়ের পাত্র, দেখুন ভিডিয়ো

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ট্রেনে উঠলেই মন চায়ের জন্য আকুল হয়। সেই চা কী ভাবে তৈরি হয় জানেন? ট্রেনের শৌচাগারের ভিতরে ‘জেট স্প্রে’ দিয়ে ধোয়া হচ্ছে চা রাখার পাত্র। এমনই এক ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রামে ‘ওয়াই টি আয়ুবভ্লগার২৩’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার হয়েছে। দেখা যাচ্ছে, রেলের শৌচাগারের ভিতরে চায়ের পাত্র রেখে তা পরিষ্কার করছেন একজন। পাত্র ধোয়ার জন্য ব্যবহার করা হচ্ছে জেট স্প্রে। ওই ভিডিয়োর ক্যাপশন দেওয়া হয়েছে ‘ট্রেনের চা’।

আরও পড়ুন:- ১০ সেকেন্ডের একটা ব্যায়ামই সারিয়ে দেবে শিরদাঁড়া থেকে কোমরের ব্যথা

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়েছে দ্রুত গতিতে। সঙ্গে শেয়ার এবং কমেন্টেরও ঝড় বয়ে গিয়েছে। এখন প্রশ্ন উঠছে, ট্রেনে বা রেল স্টেশনে বিক্রি হওয়া খাবারের মান নিয়েও। যাত্রীদের জন্যই কতটা স্বাস্থ্যকর সেই খাবার?

একজন কমেন্ট করেছেন, ‘এটা একেবারেই জঘন্য! এমন পরিস্থিতিতে তৈরি চা কেউ কী ভাবে পান করতে পারে?’ অন্য একজন কমেন্ট করেছেন, ‘ট্রেনে চা পান করার সময়ই আমি এই ভিডিয়োটি দেখেছি।’ আরেক জন্য কমেন্ট করেছেন, ‘এ বার তো চা বিক্রেতার থেকে চা কিনে খেতেও ভয় করবে।’

প্রসঙ্গত, ভারতীয় রেলওয়ের খাবার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে আগেও একাধিক বার প্রশ্ন উঠেছে। কিন্তু তাতে লাভ বিশেষ হয়নি। তা হলে সব কিছু দেখার পর এখন থেকে কি ট্রেনে আর চা কিনে খাবেন?

আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন