ক্রেডিট স্কোর থাকবে ৭০০-র বেশি, যদি মেনে চলেন এই ৬ টিপস

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্রেডিট স্কোর ভালো হলে যে কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন পাওয়া অনেক সহজ হয়ে যায়। ক্রেডিট স্কোর ৭০০-র বেশি থাকলে তাকে ক্রেডিট ডিসিপ্লিন হিসাবে চিহ্নিত করা হয়। তা বজায় রাখা সহজ কাজ নয়। সেই কারণে, লোন নিয়ে তা সময়ে পরিশোধ করা একান্ত আবশ্যক। নাহলে ক্রেডিট স্কোর খারাপ হতে থাকবে। কিন্তু লোন নেওয়ার পর কিছু টিপস মেনে চললে হাই ক্রেডিট স্কোর বজায় রাখা সম্ভব।

ক্রেডিট ইউটিলাইজ়েশন রেশিও: ক্রেডিট স্কোর ভালো রাখতে গেলে ক্রেডিট ইউটিলাইজ়েশন রেশিও ঠিক রাখা আবশ্যক। বিশেষজ্ঞরা, ক্রেডিট ইউটিলাইজ়েশন রেশিও ৩০ শতাংশের নীচে রাখার পরামর্শ দেন। অর্থাৎ আপনার ক্রেডিট কার্ডের ক্রেডিট লিমিট যদি ১ লক্ষ টাকা হয়, তাহলে একলপ্তে ৩০ হাজার টাকার বেশি খরচ না করার চেষ্টা করুন। এই রেশিও যত বেশি হবে ক্রেডিট স্কোর তত নামবে। প্রয়োজনে আপনি ক্রেডিট কার্ডের লিমিট বাড়িয়ে নিতে পারেন।

সময়ে ইএমআই দেওয়া: ক্রেডিট কার্ড হোক বা অন্য কোনও লোন। ক্রেডিট স্কোর ভালো করতে সময়ে ইএমআই পরিশোধ করতে হবে। একটি ইএমআই-এর সময় মিস করলেও বড় রকমের নেতিবাচক প্রভাব পড়ে ক্রেডিট স্কোরে।

হেলদি ক্রেডিট মিক্স: লোনের বৈচিত্রের মাধ্যমেও ক্রেডিট স্কোর প্রভাবিত হয়। এ জন্য সিকিওর লোন এবং আনসিকিওর লোনের ব্যালেন্স রাখা জরুরি। ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন আনসিকিওর লোনের তালিকাভুক্ত। হোম লোন, কার লোনের মতো ঋণকে সিকিওর লোন হিসাবে গণ্য করা হয়। বেশি মাত্রায় আনসিকিওর লোন নেওয়ার প্রবণতা ক্রেডিট স্কোরে প্রভাব ফেলে।

অতিমাত্রায় লোনের আবেদন: ঘন ঘন লোনের আবেদন করলেও তা প্রভাব ফেলে ক্রেডিট স্কোরে। আপনি যখনই লোনের জন্য আবেদন করেন, তখন ব্যাঙ্কের তরফে Hard Inquiry করা হয়। অল্প সময়ের মধ্যে অতিরিক্ত লোনের আবেদন ক্রেডিট স্কোরকে কমিয়ে দিতে পারে।

ক্রেডিট রিপোর্টে নজর রাখা: নির্দিষ্ট সময় অন্তর নিজের ক্রেডিট স্কোরের দিকে নজর রাখুন। দরকারে বিভিন্ন ক্রেডিট এজেন্সির থেকে বছরে একবার ফ্রি ক্রেডিট রিপোর্ট নিন। ব্যাঙ্কের তরফে কোনও ভুলে আপনার ক্রেডিট স্কোরে প্রভাব পড়ছে কি না, সে ব্যাপারেও সজাগ থাকা দরকার।

পুরোনো ক্রেডিট কার্ড বন্ধ করবেন না: নতুন কোনও ক্রেডিট কার্ড পেলেই অনেকে পুরোনো ক্রেডিট কার্ড জমা দিয়ে দেন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ক্রেডিটের ইতিহাস যত দীর্ঘ হবে, তা ক্রেডিট স্কোর ভালো করতে সহায়ক হবে। পুরোনো ক্রেডিট কার্ডও আপনার ক্রেডিট স্কোরকে উন্নত করে কাজে লাগতে পারে। অ্যানুয়াল ফি যদি না থাকে, সে ক্ষেত্রে পুরোনো ক্রেডিট কার্ড জমা না দিয়ে রেখে দিতে পারেন।

আরও পড়ুন:- NEET UG 2025-এর দিনক্ষণ ঘোষণা, কবে থেকে শুরু আবেদন পর্ব? জেনে নিন

আরও পড়ুন:- বাণিজ্য সম্মেলনে মালদার মাখনা শিল্পে 1300 কোটি বিনিয়োগ, উচ্ছ্বসিত ব্যবসায়ীরা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন