বাংলা আবাস যোজনায় আরো ১ লক্ষ বাড়ি দিচ্ছে। আবাস যোজনা ঘরের লিস্ট ও ঘরের টাকা পেতে কি করবেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দরিদ্র জনসাধারণের বাড়ি বানিয়ে দেওয়ার জন্য সরকারি প্রকল্প হল পিএম আবাস যোজনা (PM Awas Yojana). এই প্রকল্পের সহায়তায় বিগত কয়েক বছরে প্রচুর মানুষ নিজেদের বাড়ির স্বপ্ন পূরণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্কিম চালু করেছিলেন আগেই। তবে রাজ্যবাসীর স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন করে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) চালু করার সিদ্ধান্ত নেন।

PM Awas Yojana Scheme

প্রতিশ্রুতি মতোই কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী দরিদ্র জনসাধারণের একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, আগামী দিনে আরও উপভোক্তারা সহায়তা পাবেন। আর সেই অনুযায়ী চলছে কাজ। পাশাপাশি, যেহেতু আবাস যোজনা প্রকল্প নিয়ে বহুবার জালিয়াতির খবর প্রকাশ্যে এসেছে তাই পশ্চিমবঙ্গ সরকার কড়া হাতে জালিয়াতি রোধের বন্দোবস্তও করেছে সরকার।

আরও পড়ুন:- হাতির পায়খানার ছবি বিক্রি করছে এক চিড়িয়াখানা, কারা, কেন কিনছেন এই ছবি ?

বাংলা আবাস যোজনায় আরও ১ লক্ষ বাড়ি!

বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) নিয়ে অত্যন্ত সতর্ক রাজ্য সরকার। কোনভাবেই যাতে একজনের টাকা অন্য জনের অ্যাকাউন্টে না চলে যায় তার জন্য কড়া নজরদারি রাখা হয়েছে। ইতোমধ্যে বাংলা আবাস স্কিমে অনুমোদিত তালিকার সর্বমোট ১১ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে এসেছে। কিন্তু এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা অনুসারে, নতুন আরও প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যে যা সিদ্ধান্ত হয়েছে, আপাতত আটটি জেলা মিলিয়ে বাংলার আবাস যোজনা প্রকল্পে অতিরিক্ত উপভোক্তাদের সংযুক্ত করা হবে। অতএব আরও বেশ কিছু উপভক্তা নতুন করে সুবিধা পেতে চলেছেন। সূত্রের খবর, আবাস প্রকল্পের পার্মানেন্ট ওয়েট লিস্ট বা PWL এর তালিকায় এখনো পর্যন্ত প্রায় ২৮ লক্ষ উপভোক্তার নাম ছিল। আর সেখান থেকে বাছাইকরণের মাধ্যমে যারা উপযুক্ত তেমন ১১ লক্ষ উপভোক্তার তালিকাকে গত ২০২২ সালের নভেম্বর মাসে অনুমোদন দিয়েছিল কেন্দ্র।

বাকি থাকা প্রায় ১৭ লক্ষ উপভোক্তার মধ্যে থেকে ফের নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ আগামী দিনে রাজ্য সরকারের সিদ্ধান্তে আরও প্রচুর মানুষ নিজেদের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করবেন। রাজ্য সরকারের সিদ্ধান্তে তাই খুশির হাওয়া বাংলায়। অতিসত্বর নতুন উপভোক্তা দের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন:- অর্থনীতির বিকাশে বড় ভূমিকা বিয়ারের, কী ভাবে ভারতের জিডিপি-তে প্রভাব ফেলেছে এই শিল্প? জেনে নিন

আরও পড়ুন:- ১ বছরে ৫০ শতাংশের বেশি রিটার্ন দিতে পারে, দীর্ঘমেয়াদি লগ্নি চাইলে কিনতে পারেন এই সব স্টক

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন