Bangla News Dunia, Pallab : অবশেষে এসে গেল সেই সুখবর যেটার জন্য গোটা বিশ্বের মানুষ অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই পৃথিবীতে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বিগত কয়েক মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনিতা উইলিয়ামস ও তাঁর সহকর্মী বুচ উইলমোর। তবে অবশেষে তাঁদের পৃথিবীতে ফেরানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলে খবর।
পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস?
এক রিপোর্ট অনুযায়ী, স্পেস এজেন্সি ১৯ মার্চ তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার কথা বিবেচনা করছে। এই তথ্য পূর্ব ঘোষিত সময়সীমার প্রায় দুই সপ্তাহ আগে। সুনীতা উইলিয়ামস এবং উইলমোরের প্রত্যাবর্তনের পরিবর্তনটি স্পেসএক্সের ক্রু-১০ মিশনের জন্য মহাকাশযানের অ্যাসাইনমেন্টের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বলে খবর।
আরও পড়ুন:- অর্থনীতির বিকাশে বড় ভূমিকা বিয়ারের, কী ভাবে ভারতের জিডিপি-তে প্রভাব ফেলেছে এই শিল্প? জেনে নিন
মূলত ক্রু-১০ এর জন্য নির্ধারিত ড্রাগন ক্যাপসুলটি প্রতিস্থাপন করে, নাসা প্রথম উৎক্ষেপণের পথ পরিষ্কার করার লক্ষ্য নিয়েছে। ক্রু-৯ – উইলিয়ামস এবং উইলমোরের সঙ্গে প্রত্যাশার চেয়ে আগে দেশে ফিরে আসার নতুন আশা দেখাচ্ছে।
৮ মাস ধরে মহাকাশে আটকে উইলিয়ামস-উইলমোর
নাসার দুই বিখ্যাত নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে প্রত্যাবর্তনে বিলম্ব হওয়ায় এখনও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) রয়েছেন। তারা ২০২৪ সালের ৫ জুন স্টারলাইনার ক্রু ফ্লাইট টেস্টের অংশ হিসাবে চালু হয়েছিল, যা মহাকাশযানের প্রথম ক্রু মিশন ছিল।
তাদের ফ্লাইটের সময় হিলিয়াম লিকের কারণে তাদের প্রত্যাবর্তন বেশ কয়েকবার স্থগিত করা হয়েছিল। এর আগে ইলন মাস্কের স্পেসএক্সকে মহাকাশে আটকে পড়া দুই নভোচারীকে ফিরিয়ে আনতে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। স্পেসএক্সের বর্তমান মার্চ মাসে তাদের ফিরিয়ে আনার পরিকল্পনা থাকলেও নাসা নিশ্চিত করেছে যে তারা আটকে পড়েনি।
এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি মাস্ক ও স্পেসএক্সকে ওই দুই সাহসী নভোচারীকে উদ্ধার করতে বলেছেন, যাদের বাইডেন প্রশাসন প্রায় মহাকাশে ফেলে রেখেছিল। তিনি ইলন মাস্ককে শুভকামনাও জানিয়েছেন।