সুখবর ! 1 এপ্রিল থেকে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে দ্বিগুণ স্যালারি! বিরাট ঘোষণা করল সরকার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্য সরকারি কর্মীদের পোয়াবারো। খুব শীঘ্রই স্যালারি বৃদ্ধি (Salary Hike) হতে চলেছে তাঁদের। আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত টাকা। আর সেই ঘোষণা এত সরকারের তরফে। অবশেষে সরকারি কর্মীদের এতদিনের অপেক্ষা পূরণ হবে। আসুন দেখে নেওয়া যাক সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিয়েছে।

Government Employees Salary Hike

রাজ্য সরকারি কর্মীদের জন্য মাঝেমধ্যেই নানান ধরনের ঘোষণা করে থাকে সরকার। কখনো ডিএ-সহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়, কখনও সরকারি কর্মীদের জন্য জারি করা হয় নতুন নিয়ম। এমনিতেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য দাবি তুলে আসছেন। যদিও রাজ্য সরকার তার পরিপ্রেক্ষিতে নতুন করে কোন জবাব দেয়নি। তবে এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। এখন চলছে ফেব্রুয়ারি মাস। সূত্রের খবর, এপ্রিল মাসের মধ্যে সরকারি কর্মীদের বেতন দ্বিগুণ হতে চলেছে।

আরও পড়ুন:- টানা ৫ দিনই দাম বেড়েছে, সামনের সপ্তাহে নজর রাখুন এই ৮ স্টকে

রাজ্য সরকারি কর্মীদের বেতন দ্বিগুণ হচ্ছে?

সম্প্রতি একটি খবর সামনে আসছে যে, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখার্জির মত, যদি কোনও রাজ্য সরকারি কর্মীর মূল বেতন হয় ৬০,০০০ টাকা, তাহলে তাঁরা মোট কত টাকা পাবেন তা এক নজরে দেখে নিন-

সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মূল বেতনের ১০%, অর্থাৎ ৬,০০০ টাকা। এর পাশাপাশি কর্মীরা পাবেন বাড়ি ভাড়া ভাতা এইচআরএ বাবদ মূল বেতনের ১২%, যা হচ্ছে ৭,২০০ টাকা। সরকারি কর্মীরা প্রতি মাসে মোট ৭৩,২০০ টাকা পান, যার হিসেব অনুসারে প্রতি বছর হয় ৮,৭৮,৪০০ টাকার সমান। এখন যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে তুলনা করা হয়, তাহলে কর্মীদের বেতন হচ্ছে অনেক বেশি।

অর্থাৎ একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন যদি ৬০,০০০ টাকা হয়, তবে তাঁরা মহার্ঘ ভাতার হিসেবে পাচ্ছেন তাঁদের মূল বেতনের ৩০%, অর্থাৎ ৩০,০০০ টাকা। এর পাশাপাশি, সরকারি কর্মীরা বাড়ি ভাড়া ভাতা (HRA) বাবদ পাবেন তাঁদের বেতনের ২৭%, অর্থাৎ ১৬,২০০ টাকা। যাতায়াত ও পরিবহন ভাতা বাবদ পাবেন ৪,৮০০ টাকা। মোট বেতন হিসেবে সরকারি কর্মীদের মোট মাসিক বেতন ১,১১,০০০ টাকায় পৌঁছে যায়। রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর কোনটি?

এখন, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর হল, সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় বাজেটে ঘোষিত হয়েছে নতুন আয়কর কাঠামো। বর্তমানে ৬০,০০০ টাকা মূল বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১২ লক্ষ টাকার বেশি যদি বার্ষিক আয় করে থাকেন তাহলেই তিনি উপর কর দেবেন।

এখনো রাজ্য সরকারি কর্মীরা সেই পরিমাণের কাছাকাছি পৌঁছাতে পারেননি। এখন রাজ্যের সরকারি কর্মী দের বার্ষিক আয় তুলনামূলকভাবে অনেকটা কম, প্রায় ৮,৭৮,৪০০ টাকা। রাজ্য সরকারি কর্মীদের আয় দিতে হয় ১,২৮,০০০ টাকার বেশি আয়ের ক্ষেত্রে। যেহেতু কিন্তু নতুন আয়কর কাঠামো প্রবর্তিত হয়েছে, সেহেতু আশা করা হচ্ছে যে, ১লা এপ্রিল থেকে, কর্মীদের আর আয়কর দিতে হবে না। অতএব সরকারি কর্মীরা নিঃসন্দেহে উপকৃত হবেন।

আরও পড়ুন:- লিভারের অসুখের ঝুঁকি কমাতে এই অভ্যাসগুলি থেকে দূরে থাকতে হবে

আরও পড়ুন:- বাংলা আবাস যোজনায় আরো ১ লক্ষ বাড়ি দিচ্ছে। আবাস যোজনা ঘরের লিস্ট ও ঘরের টাকা পেতে কি করবেন? জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন