কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম, দ্বাদশ পাশে কর্মী নিয়োগ চলছে! চাকরি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে চাকরি খুজছেন, তাদের জন্য বিরাট সুখবর। দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ে নতুন করে PGT, TGT সহ প্রাথমিক শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাহলে যারা এখানে আবেদন করতে আগ্রহ তারা অতিশীঘ্রই জেনেনিন শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

Kendriya Vidyalaya Dum Dum Recruitment 2025: বিবরণ

পদের নাম: দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবিধ শিক্ষক/প্রশিক্ষক, কম্পিউটার প্রশিক্ষক, টিজিটি, পিজিটি, বালভাতিকা শিক্ষক, প্রাথমিক শিক্ষক, বিশেষ শিক্ষক ও নার্স পদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতার মাপকাঠি (Kendriya Vidyalaya Dum Dum Recruitment 2025 Eligibility Criteria)

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, স্নাতকোত্তর, স্নাতকোত্তর ডিগ্রি, বি.এড., বিসিএ, বি.এসসি, বি.এল.এড., বিই/ বি.টেক, এমসিএ, এম.এসসি, মাস্টার্স ডিগ্রি, ডিপ্লোমা ও ডিগ্রি অর্জন করতে হবে।

বয়সসীমা: বয়সসীমার সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

আরও পড়ুন:- হাতির পায়খানার ছবি বিক্রি করছে এক চিড়িয়াখানা, কারা, কেন কিনছেন এই ছবি ?

আবেদন পদ্ধতি

দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিভিন্ন পদগুলিতে আবেদনকারীরা আবেদন করতে পারবেন শুধুমাত্র ওয়াক-ইনের মাধ্যমে।

এরজন্য সবার প্রথমে প্রার্থীদের কেন্দ্রীয় বিদ্যালয় দমদমের অফিসিয়াল পোর্টালে ofdumdum.kvs.ac.in করে অ্যাপ্লিকেশন ফর্মের পেজে যেতে হবে। এরপরে অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করতে হবে। তারপর বিজ্ঞপ্তি থেকে আবেদন ফর্মটি A4 মাপের পেপারে প্রিন্ট আউট করতে হবে। তারপর সেখানে আবেদনকারীর সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে নিতে হবে। এরপরে দরকারি নথিপত্র গুলো ও আবেদন ফর্মটি একটি মুখবন্ধ খামে ভরে নিতে হবে। তারপর walk-in এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় আবেদন ফর্মটি জমা করে দিতে হবে।

আবেদন তারিখ: আবেদনকারীদের এখানে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আবেদন ফর্ম জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি

আবেদনকারীদের এখানে ওয়াক-ইন-ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট ofdumdum.kvs.ac.in

 

আরও পড়ুন:- অর্থনীতির বিকাশে বড় ভূমিকা বিয়ারের, কী ভাবে ভারতের জিডিপি-তে প্রভাব ফেলেছে এই শিল্প? জেনে নিন

আরও পড়ুন:- ১ বছরে ৫০ শতাংশের বেশি রিটার্ন দিতে পারে, দীর্ঘমেয়াদি লগ্নি চাইলে কিনতে পারেন এই সব স্টক

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন