মহাকাশ জয়ের দিন সামনে ! ছুটবে গগনযান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মহাকাশ জয়ের দিন সামনে ! আগামী ২০২২-২৩ সালে ভারতের ২য় মানব হীন মহাকাশ মিশনের পরেই যাত্রা শুরু করবে ভারতের স্বপ্নের সেই গগনযান। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, গগনযান মিশনের ১ম মানব হীন প্রকল্প পাড়ি দেবে চলতি বছরের ডিসেম্বরে। দ্বিতীয় মহাকাশ যান পাড়ি দেবে ২০২২-২৩ সালে। এরপর ভারত মহাকাশে নভোশ্চর পাঠাবে। এই স্বপ্নের প্রকল্পের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

new planet

উলেখ্য ভারতের মহাকাশচারীরা মহাকাশে ৫-৭দিন থাকবেন। আগামী ২০২২ সালের মধ্যে গগনযান প্রকল্প বাস্তবায়িত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত।  ৪ জন মহাকাশ চারীকে ইতিমধ্যেই বেছে নিয়ে ISRO। গত বছরের সেপ্টেম্বরে ১২ জন এয়ারফোর্স অফিসারকে বেছে নেওয়া হয়। তারা লেভেল-১ স্ক্রিনিং পার করেন। পরে ৪ জনকে মহাকাশ অভিযানের জন্য বেছে নেওয়া হয়েছে জানায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO।

আগামী ৩০ মাসের মধ্যে যাবে ১ম মানব-বিহীন স্পেসক্রাফট। এর আগে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, ২০২২ সালে ভারতীয় পুরুষ বা মহিলা গগনযান-এ মহাকাশে পাড়ি দেবেন। ভারতের জাতীয় পতাকা মহাকাশে উড়বে। ভারতের গর্বের মহাকাশ মিশন গগনযান। তার জন্য ৪ জন ভারতীয় মহাকাশচারীকে রাশিয়ায় জেনেরিক স্পেস ফ্লাইটের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আরো পড়ুন :- মানব সভ্যতার আয়ু মাত্র কিছু বছর , চাঞ্চল্য নাসার গবেষণায়

আগামী দিনে ভারত মহাকাশ গবেষণাতে নতুন এক দিগন্ত খুলে দেবে সেটা বলাই বাহুল্য।

Highlights

1. মহাকাশ জয়ের দিন সামনে !

2. ভারত মহাকাশ গবেষণাতে নতুন এক দিগন্ত খুলে দেবে সেটা বলাই বাহুল্য

#ISRO #Space

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন