জানুন মা সরস্বতীর জন্মের পৌরাণিক গল্প ! কেন হয় বসন্ত পঞ্চমীর দিন পুজো

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia, দীনেশ দেব :- আমরা সকলেই মা সরস্বতীকে বিদ্যা , সংগীত, শিল্পকলার অধিষ্টিত দেবী বলে পূজিত করে থাকি। আর দুদিন পরের বসন্ত পঞ্চমী সেই দিন মায়ের আরাধনা করা হয়। এই দিনটি আবার বাঙালিরা নিজেদের ভ্যালেনটাইন ডে হিসাবে পালন করেন।

কি ভাবে জন্ম হলো মা সরস্বতীর পুরানে রয়েছে তার আশ্চর্য গল্প। হিন্দু ধর্মের সর্বোচ আসনে থাকা ব্রহ্মা , বিষ্ণু ও মহেশ্বর। পূরণে ব্রহ্মাকে স্বয়ম্ভূ বলা হয়েছে অথাৎ ব্রহ্মার কোনো মাতা – পিতা নেই তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। নিজের জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। ধ্যানের মাধ্যমে ব্রহ্মা তার সকল ভালো গুন গুলিকে একত্রিত করতে থাকেন। তার সকল ভালো গুন একত্রিত হয়ে এক নারীর জন্ম হয়। এই ভাবেই ব্রহ্মার মুখ গহ্বর থেকে জন্ম হয় দেবী সরস্বতীর।

আরো পড়ুন :- সরস্বতী পূজার আগে কুল খাই না কেন ?

পুরান মতে বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর জন্ম হয় বলে এই দিন দেবীর আরাধনা করা হয়। দেবী সরস্বতী সকল ভাষা ও শব্দের উৎপত্তি করেন বলে ব্রহ্মা দেবীর নাম দেন বাগদেবী। ভারতের বিভিন্ন রাজ্যে মা সরস্বতীর পুজো করা হয়। বৈদ্ধ ধর্মেও মা সরস্বতীর আরাধনা করা হয়। ওই ধর্মে মাকে মঞ্জ‌ুশ্রী নাম আরাধনা করা হয়।

পুরান মতে , ব্রহ্মা বিশ্বব্রহ্মাণ্ড আরো সুন্দর ভাবে তৈরির জন্য মা সরস্বতীর পরামর্শ নিতেন। পুরানে কখনো বিষ্ণুকে সরস্বতীর স্বামী বলা হয়েছে আবার কখনো ব্রহ্মার স্বামী বলা হয়েছে। ব্রহ্মা যেহেতু মা সরস্বতীর জন্ম দিয়েছিলেন তাই তাকে পিতা ও বলে থাকেন অনেকে।

আরো পড়ুন :- আর্থিক উন্নতি ও সৌভাগ্য ফেরাতে বাড়ির সদর দরজার দিকে ধ্যান দিন ! রইলো টিপস

পুরানের একটি কাহিনী মতে , একদিন ব্রহ্মা একটি অনুষ্ঠানে গেছিলেন। সেই অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সঠিক সময়ে এসে উপস্থিত হতে পারেননি দেবী সরস্বতী। তখন ব্রহ্মা গায়েত্রী নামের আরো একটি স্ত্রীর সৃষ্টি করেন। তখন সেই কথা জানতে পেরে মা সরস্বতী ব্রহ্মাকে অভিশাপ দেন যে , তিনি ত্রিমূর্তির অন্যতম হলেও মত্তে তার পূজা হবে না। সেই কারণেই হয়তো মত্তে বিষ্ণু ও শিবের পূজা হলেও ব্রহ্মার পূজা বা মন্দির সেই ভাবে দেখা যায় না।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন