এ সপ্তাহে দুই রাশির ভাগ্যে লটারি জেতার সুবর্ণ সুযোগ, হবে বিপুল লক্ষ্মীলাভ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বাড়তি উপার্জনের ইচ্ছা কার না থাকে? কিন্তু ইচ্ছা থাকলেই তো আর হল না, উপায়ও থাকা জরুরি। অনেকে আবার ভাল উপার্জন করার সুযোগ হাত ফস্কান একটুর জন্য। মাঝে মধ্যে কথায় কথায় উঠে আসে, ‘কে জানে কপালে কি লেখা!’ বাড়তি কিংবা ঝটিতে কিছু টাকা উপার্জন করার জন্য কেউ কেউ লটারি (Lottery) কিনে থাকেন। লটারি থেকে টাকা পাওয়াও ভাগ্যের ব্যাপার। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কোন কোন রাশির জাতক জাতিকাদের কপালে লেখা রয়েছে লটারি জেতার টাকা? দেখে নিন জ্যোতিষ গণনা কী বলছে, রাশি ভাগ্য দেখার পরই না হয় সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন ৪০,১০০ টাকা ! পোস্ট অফিসের এই স্কিমে এখনই আবেদন করুন

মেষ- সপ্তাহের প্রথম দিকে লটারি না কাটাই ভাল। পরের দিকে একটা কিনে দেখতে পারেন। তবে খুব বেশি আশা না রাখাই ভাল। এমনিতেই অর্থ ভাগ্য চলনসই।

বৃষ- লটারি কাটার কোনো প্ল্যান থাকলে এখনই বাতিল করুন। সামনে অনেক খরচ রয়েছে। প্রাপ্তি যোগ খুব বেশি নেই।

মিথুন- আপনারাও একটু বুঝে টাকা খরচ করুন। লটারি কেটে টাকা পাওয়ার সম্ভবনা প্রায় নেই বললেই চলে। টাকা জমানোর চেষ্টা করুন।

কর্কট- লটারি কাটার ব্যাপারে দুম করে কোনো সিদ্ধান্ত না নেওয়া ভাল। আয় যেমন থাকবে তেমন ব্যয় থাকবে। ফলে বুঝে সিদ্ধান্ত নিন।

সিংহ- এই সপ্তাহে, এই রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত অর্থ প্রাপ্তির যোগ খুব বেশি নেই। লটারির জন্য খরচ না করাই উচিৎ।

আরও পড়ুন : ৮ হাজারে কাশ্মীর, ৪৫০ টাকায় দিঘা ভ্রমণ ! সস্তায় ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ

তুলা- লটারির একটা টিকিট কিনে দেখতে পারেন। কিনলে সপ্তাহের শুরুর দিকে কিনুন। সপ্তাহের পরের দিকে অর্থ প্রাপ্তির বিশেষ যোগ দেখা যাচ্ছে না।

কন্যা- ভাগ্য যাচাই করে দেখতে পারেন। তবে এক সঙ্গে খুব বেশি টিকিট না কেনাই ভাল। এই সপ্তাহে বাড়তি কিছু উপার্জন হওয়ার সম্ভাবনা আছে।

বৃশ্চিক- অতিরিক্ত অর্থ প্রাপ্তির যোগ খুব বেশি নেই। লটারির জন্য খরচ না করাই শ্রেয়। বাড়তি লাভের বদলে বাড়তি খরচ হওয়ার আশঙ্কা রয়েছে।

ধনু- এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ খুব একটা ভালো নাও কাটতে পারে। ঘরে বাইরে চাপের সম্মুখীন হতে পারেন। তাই লটারির কথা না ভাবাই উচিৎ।

মকর- লটারি কেটে টাকা পাওয়ার সম্ভবনা প্রায় নেই বললেই চলে। সব মিলিয়ে এই সপ্তাহে প্রাপ্তির যোগ খুব বেশি নেই।

কুম্ভ- সপ্তাহের শেষের দিকটা বেশ শুভ। লটারি কাটার ইচ্ছা থাকলে সপ্তাহের শেষের দিকে একটা কিনে দেখতে পারেন।

মীন- প্রাপ্তি যোগ প্রায় নেই বললেই চলে। লটারি কেটে টাকা খরচ করতে যাবেন না।

আরও পড়ুন : দুর্গন্ধজনিত বিভিন্ন শারীরিক সমস্যার জন্য সেরা বায়োকেমিক ঔষধ !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন