Bangla News Dunia, Pallab : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বেশ একটা দীর্ঘ সময় ধরেই গ্রামীণ সড়ক নির্মাণ, 100 দিনের কাজ ইত্যাদি প্রকল্পের বিরুদ্ধে তহবিলের টাকা আটকে রাখার অভিযোগ নিয়ে আসছে। যদিও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন যে এই বিষয় নিয়ে, গাজোল হিলি মহাসড়ক সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় সরকার 2 বছরের মধ্যে প্রায় 1300 কোটি টাকা বরাদ্দ করার পরেও রাজ্য সরকার প্রকল্পটি বাস্তবায়িত করেনি, মূলত তার জন্যেই কেন্দ্রীয় সরকার এমনটা করছে।
এখন বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকার কেন্দ্রীয় সরকারের কোনো রকম তোয়াক্কা না করেই বিধানসভা নির্বাচনে আগে রাজ্য জুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দিকে মননিবেশ করে দিয়েছি ইতিমধ্যেই।
আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৩০০০ টাকা করা হবে, কবে থেকে বাড়বে ?
কেন্দ্রীয় তহবিল ছাড়াই রাজ্যে গ্রাম সড়ক উন্নয়ন করার পরিকল্পনা :
কেন্দ্রীয় সরকার যেহেতু রাজ্যের গ্রামীণ সড়ক গুলিকে উন্নত করার জন্য কোনো রকম সাহায্য প্রদান করছে না, মূলত তার জন্য কেন্দ্রীয় তহবিলের অভাবেই পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই রাজ্যের সমস্ত গ্রামীণ সড়ক গুলিকে উন্নত করার লক্ষ্যে প্রায় 9000 কোটি টাকা ব্যয় করে দিয়েছে, যেটা অনুমান করা হচ্ছে রাজ্যের সমস্ত সড়ক ব্যবস্থাকে আরও বেশি উন্নতশীল করবে।
এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আগামী মার্চ মাসের মধ্যে রাজ্যে যদি প্রায় 1000 কিলোমিটার রাস্তা সংস্কার ও নির্মাণে পরিকল্পনা ঘোষণা করে দিয়েছে। যার জন্য বরাদ্দ হওয়া 3527 কোটি টাকা ধাপে ধাপে খরচ করা হবে। নবান্ন সূত্রে খবর অনুযায়ী, এই প্রকল্পটি পূর্ত দপ্তর দ্বারা ইতিমধ্যে মূল্যায়ন করা 119টি বিভিন্ন কাজের মাধ্যমে সম্পূর্ণ করা হবে।
কি কি সুবিধা হতে পারে এতে রাজ্যের জেলার ?
রাজ্যে সমস্ত গ্রামীণ সড়কগুলি সংস্কার হলে সেটা রাজ্যের সমস্ত জেলার পক্ষেও অতি ভালো একটা দিক হবে। এই সংস্কার কার্যে শুধুমাত্র কিন্তু পুরনো রাস্তা গুলিকে মেরামত করা শুধু নয়, এর পাশাপাশি নতুন বিভিন্ন রাস্তা ও তৈরি করা হবে। এছাড়াও এই প্রকল্পের অংশ হিসেবে রয়েছে ছোট-বড় মিলিয়ে মোট। 14টি নতুন সেতু। এই উদ্যোগের মূল লক্ষ্যই হল সারা রাজ্য জুড়ে সড়ক যোগাযোগ এবং সামগ্রিক অবগঠনের উন্নয়ন করা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য পরিবহন ব্যবস্থা উন্নত করা।
আরও পড়ুন : ৮ হাজারে কাশ্মীর, ৪৫০ টাকায় দিঘা ভ্রমণ ! সস্তায় ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ